মনিরুল হক,কোচবিহারঃ
আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হল কোচবিহার ২ নং ব্লকের পেষ্টারঝার উচ্চ বিদ্যালয়ে। শুক্রবার প্রায় ২০০ জন সাধারন মানুষ এই শিবিরে অংশ নেন।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহারের আইনি পরিষেবা বিষয়ক সচিব অরিল্দম চট্টোপাধ্যায়,পার্শ্ব আইনসেবক তরুণ চক্রবর্তী ও জাকির হোসেন, চক্ষু পরীক্ষক মানিক দে, স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য মানিক রায় ও শ্যামল কার্যী সহ অন্যান্যরা।
এদিনের এই কর্মসূচীতে আইন সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। বর্তমানে সাধারন মানুষকে আইন নিয়ে বিভিন্ন সমস্যার সন্মুখিন হতে হয়। এই পরিস্থিতি থেকে মানুষকে সচেতন করতে উদ্যোগী হয়েছে জেলা আইনি সচেতনা শিবির, ইতিমধ্যেই তাঁরা জেলার বিভিন্ন প্রান্তে এই শিবির করেছে। এদিনের শিবিরের পাশাপাশি এদিন বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও দুঃস্থ রোগীদের চশমা বিতরণও করা হয়।
আরও পড়ুনঃ ভারত সেরা ‘কৃষি কর্মন’ পুরস্কার পেলেন বাংলার দুই চাষী
এদিনের এই অনুষ্ঠান প্রসঙ্গে আইনি পরিষেবার সচিব শ্রী অরিল্দম চট্টোপাধ্যায় বলেন, সাধারন মানুষ যাতে আইনি সংক্রান্ত বিষয়ে হয়রানির শিকার না হন সে ব্যাপারে সচেতন করতেই আমাদের এই উদ্যোগ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584