রাজনৈতিক সংঘর্ষের প্ৰতিবাদে শীতলখুচিতে শান্তি চেয়ে মহিলাদের মিছিল

0
106

মনিরুল হক,কোচবিহারঃ

নিজস্ব চিত্র

টানা রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত এলাকায় শান্তি ফেরাতে এবার পথে নামলেন এলাকার মহিলারা। রবিবার মাথাভাঙা মহকুমার শীতলখুচি ব্লকের ভাওরথানা বাজারে মিছিল করে এলাকায় শান্তি ফেরানোর জন্য স্থায়ী ভাবে পুলিশ ফাঁড়ির দাবী জানায় ওই মহিলারা।

তাঁদের অভিযোগ,সেই লোকসভা নির্বাচনের পর থেকেই গোটা শীতলখুচি জুড়ে রাজনৈতিক সংঘর্ষ চলছে। বোমা গুলি ছোঁড়া হচ্ছে।বাড়িঘর দোকানপাট লুটপাট হচ্ছে।ভয়ে সাধারণ মানুষ হাটে বাজারে ব্যবসা করতে পারছে না।

কৃষিকাজ সব বন্ধ হয়ে গিয়েছে।ছাত্রছাত্রীরা স্কুল কলেজে যেতে ভয় পাচ্ছে।সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে কাটাচ্ছে। এসব হওয়ার পর পুলিশ এসে কিছুই করতে পারছে না।তাই স্থায়ী ভাবে এলাকায় পুলিশ ক্যাম্পের দাবি তুলেছেন ভারথানা এলাকার বাসিন্দারা।

শান্তি চেয়ে পথে সাধারণ মানুষ।নিজস্ব চিত্র

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর কোচবিহারের অন্যান্য এলাকার মত শীতলখুচিতেও বিজেপি সাংগঠনিক ভাবে শক্তিশালী হয়ে ওঠে। ওই সময় তৃণমূল কংগ্রেসের অনেক নেতাকর্মীকেই এলাকায় থাকতে দেখা যায় নি।

কিন্তু সম্প্রতি শীতলখুচির তৃণমূল নেতা সাহের আলির নেতৃত্বে এলাকা পুনঃদখলে নামে তৃণমূল কংগ্রেস। সেই থেকে ওই এলাকায় রাজনৈতিক সংঘর্ষ চরম আকার নেয়।

আরও পড়ুনঃ আগামী উৎসবের দিনগুলিতে শান্তি বজায় রাখতে বৈঠক জলঙ্গীতে

সম্প্রতি ওই এলাকা দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ভাওরথানা গ্রাম। বেশ কিছু বাড়ি দোকানপাট লুটপাট, ব্যাপক বোমাবাজির ঘটনার পাশাপাশি সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন। এরপর পুলিশকে ঘেরাও করে বিক্ষোভও দেখায় স্থানীয় বাসিন্দারা। এবার শান্তির দাবি জানিয়ে পথে নামলেন মহিলারাও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here