আইনজীবীদের বসার ঘর নির্মাণ ঘিরে আইনী জটিলতা

0
96

সুদীপ পাল,বর্ধমানঃ 

বর্ধমান জেলা আদালত চত্বরে আইনজীবীদের জন্য নির্মাণ করা হচ্ছিল বসার ঘর। কিন্তু সেই বসার ঘর ভাঙার নির্দেশ জারি হল। আর সেই নির্দেশিকা ঘিরে শুরু হল বাকবিতণ্ডা। সরকারের বিচার বিভাগের সচিব এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা জজকে নির্দেশ দিয়েছেন। আপাতত নির্মাণকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বার অ্যাসোসিয়েশন।

আইনজীবীদের দীর্ঘদিন ধরে সেরেস্তা রয়েছে জেলা আদালতের শিমূল পুকুরের পাড়ে। বৃষ্টির সময় চরম সমস্যায় পড়তেন আইনজীবী থেকে বিচার প্রার্থীরা। তাই মাথা গোঁজার জন্য এবং ঠিকমতো কাজ করতে পারার জন্য এই নির্মাণ করা হচ্ছিল। আইনজীবীদের বক্তব্য, বসে কাজ করার মতো জায়গা নেই। তাছাড়া বসার জায়গা না থাকায় জলে ভিজতে হয় নিয়মিত।

নিজস্ব চিত্র

আইনজীবীদের সংখ্যা দিন দিন বাড়ছে – এইসব ভেবেই একটি বসার ঘর বানানোর পরিকল্পনা নেওয়া হয়। এবং কাজ যখন শেষ পর্যায়ে তখনই পুরসভার তরফে কাজ বন্ধ করার জন্য বার অ্যাসোসিয়েশনকে চিঠি দেওয়া হয়। বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সদন তা বলেন, বিচার বিভাগের সচিব আদালত চত্বরের সব নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন। জোনাল জজকে আমাদের সমস্যা ও নির্দেশিকার কথা জানানো হয়েছে।

প্রাক্তন কাউন্সিলর উত্তম সেনগুপ্ত বলেন, পুরসভার অনুমোদন না নিয়ে যে নির্মাণ তা বেআইনি। জোনাল জজ ২১ জুলাই পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য বারের পদাধিকারীদের বলেন। জানা গেছে ২১ জুলাই জোনালের দায়িত্বপ্রাপ্ত বিচারপতি নির্মাণ দেখতে বর্ধমান আসবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here