শ্যামল রায়,কালনাঃ
রবিবার পূর্বস্থলী থানার মাঠে কৃষি মেলায় আইনি পরিষেবা সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো।
কালনা মহকুমা আইনি পরিষেবা কেন্দ্রের সহয়তায় এই শিবির। উদ্যোক্তা ব্লকের আইনি পরিষেবার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সুজা উদ্দিন মল্লিক জানিয়েছেন যে,এই ধরনের আইন সম্পর্কে সচেতনতা শিবির করার প্রয়োজনীতা যথেষ্ট রয়েছে।এদিনের আইনি পরিষেবা শিবিরে উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমিক বক্সি যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রদীপ কুমার সরকার সহ অনেকে।অ্যাডভোকেট সুজাউদ্দিন মল্লিক জানিয়েছেন যে, তপশীল জাতি উপজাতি ভুক্ত সদস্য শিশু শ্রমিক মহিলা শিশু বিভিন্ন শিল্পের সাথে যুক্ত শ্রমিকরা এছাড়াও বন্যা প্রাকৃতিক বিপর্যয় সহ যে সমস্ত গরিব মানুষ আইনি সহায়তা পাচ্ছেন না,তাদের জন্য বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার জন্য এই সচেতনতা শিবির এর গুরুত্ব অপরিসীম।
এই ধরনের শিবির ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় এবং পূর্ব বর্ধমান জেলা আইনি পরিষেবার তৎপরতায় উদ্যোগে অনুষ্ঠিত হয়ে থাকছে।
আরও পড়ুন: ধর্মঘটের প্রচার অভিযান কালনায়
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584