ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
প্রয়াত হলেন কিংবদন্তি নৃত্যশিল্পী অমলাশঙ্কর। শুক্রবার ঘুমের মধ্যেই ১০১ বয়সে তিনি ইহকাল ত্যাগ করেন।
শুক্রবার সকালে নাতনি শ্রীনন্দা টুইটারে জানান, “১০১ বছর বয়সে ঠাম্মা আমাদের ছেড়ে চলে গেলেন। গত মাসেই আমরা তাঁর জন্মদিন পালন করেছি। মুম্বাই থেকে কলকাতা যাওয়ার কোনো ফ্লাইট নেই বলে মনে খুব অস্থিরতা কাজ করছে।মন ভেঙে গিয়েছে। তাঁর আত্মার শান্তি কামনা করি। একটা অধ্যায়ের সমাপ্তি ঘটল। লাভ ইউ ঠাম্মা।”
আরও পড়ুন:স্বাধীনতা দিবস উদযাপনের গাইডলাইন প্রকাশ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
১৯১৯ সালের ২৭ শে জুন জন্ম হয় তাঁর। ছোটবেলা থেকেই প্রতিভার বহিঃপ্রকাশ। মাত্র ১১ বছর বয়সে প্যারিসের ইন্টারন্যাশনাল কলোনিয়াল এক্সিবিশনে অংশগ্রহণ করে তাক লাগিয়ে দেন তিনি। শুরু হয় পণ্ডিত উদয় শঙ্করের কাছে তালিম। ১৯৪২ সালে পণ্ডিত উদয় শংকরের সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তারপর থেকেই এই জুটির খ্যাতি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584