নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ
শুক্রবার বাগডোগরার অদূরে ওর্ড চা বাগান থেকে একটি পূর্ণ বয়স্ক পুরুষ চিতাবাঘের মৃতদেহ উদ্ধার করা হল । এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়।জানা যায়, এদিন চা বাগানের শ্রমিকরা চা বাগানের মধ্যে ওই চিতাবাঘের মৃতদেহ দেখতে পায়।
এই দেখে স্থানীয়রা খবর দেন বনবিভাগকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কার্শিয়াং ডিভিশনের বন কর্মীরা। সঙ্গে ছিলেন কার্শিয়াং ডিভিশনের এডিএফও চিন্ময় বর্মণও। এরপর বনকর্মীরা চিতাবাঘের মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়।এই বিষয়ে কার্শিয়াং ডিভিশনের এডিএফও চিন্ময় বর্মণ বলেন যে, একটি চিতাবাঘের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুনঃ হরিরামপুরে বেহাল রাস্তার প্রতিবাদে ভোট বয়কটের ডাক এলাকাবাসীর
সেই বাগানের পাশেই রয়েছে টাটাড়ি ফরেস্ট ও পানিঘাটা চা বাগান যা বিগত কয়েক বছর ধরে বন্ধ রয়েছে। স্বভাবতই সেখান থেকেই চিতাবাঘটি এই বাগানে এসেছে বলে অনুমান করা হচ্ছে। তবে কি করে চিতাবাঘের মৃত্যু হল তা ময়নাতদন্তের পরেই জানা যাবে।
অপরদিকে স্থানীয়রা জানিয়েছেন যে, বেশ কয়েকদিন ধরেই ওই এলাকায় চিতাবাঘ দেখা যাচ্ছে এবং ওই এলাকায় আরও চিতাবাঘ আছে। তাই বনদফতর যাতে বিষয়টি গুরুত্ব সহকারে দেখে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584