অমৃতা চন্দ, কোচবিহারঃ
চিতা বাঘের বাচ্চা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মেখলিগঞ্জের ভোটবাড়ির চাবাগান এলাকায়। এলাকার আব্দুল করিম সরকারের বাড়িতে আজ সকালে চাপাতার আবর্জনায় একটি চিতাবাঘের বাচ্চা দেখতে পাওয়া যায়। আব্দুল করিম সরকার মনে করেন এটি চিতা বাঘের বাচ্চা। মুহূর্তে খবরটি ছড়িয়ে পড়ে।
এলাকাবাসী ভিড় জমান বাঘের বাচ্চাটি দেখতে। বন দফতরে খবর দেওয়া হয়। বনদফতরের কর্মীরা এসে বাচ্চাটিকে উদ্ধার করেন।
আরও পড়ুনঃ১৬তম বিশ্ব ডুয়ার্স উৎসব উপলক্ষে উৎসাহীদের ভিড় আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে
বনদফতরের কর্মীরা জানান, প্রাথমিক ভাবে মনে হচ্ছে এটি চিতা বাঘের বাচ্চা। তারা তদন্ত করে দেখছেন বাচ্চাটি চিতা বাঘের না অন্য পশুর। এদিকে উদ্ধার হওয়া বাচ্চাটি চিতা বাঘের বাচ্চা ভেবে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।এলাকাবাসী মনে করছেন বাচ্চাটির মা নিকটবর্তী স্থানেই রয়েছে এবং যে কোনো সময় তাদের উপর হামলা করতে পারে। এই নিয়ে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584