বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
ফের ট্রেনের ধাক্কায় মৃত্যু হল বন্যপ্রানীর। এবার হাতি নয় এবার চিতাবাঘ।শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তরর্গত নকশালবাড়ির হাতিঘিসায় মেরিভিউ চা বাগানের কাছে উদ্ধার হল একটি পূর্ণ বয়স্ক পুরুষ চিতাবাঘের দেহ। বৃহস্পতিবার সকালে চা বাগান সংলগ্ন রেললাইনের পাশে চিতাবাঘটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় বনদপ্তরকে এবং এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বাগডোগরা রেঞ্জের বনবিভাগের কর্মীরা।
অপরদিকে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে যে মৃত বাঘটির শরীরের বিভিন্ন অংশে ক্ষতচিহ্ন রয়েছে। আশপাশে রক্তের দাগও ছিল। তাদের সন্দেহ ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে চিতাবাঘটির।তবে কী ভাবে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পরই প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন বাগডোগরার রেঞ্জের রেঞ্জারকে ভুটিয়া। উল্লেখ্য গত বছর ঠিক এই জায়গায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছিল এক হাতির। ফলে এই এলাকায় ট্রেনের গতিবেগ নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584