বেহাল অবস্থা রাস্তার তাই অর্ডার কম, মৃৎশিল্পীদের মাথায় হাত

0
77

শ্যামল রায় , নবদ্বীপঃ

প্রতিমা তৈরিতে কদর রয়েছে নবদ্বীপ ও কৃষ্ণনগরের শিল্পীদের। প্রতিবছর দূর্গা পূজার দেড় থেকে দু মাস আগে থেকেই প্রতিমার অর্ডার পেয়ে থাকেন শিল্পীরা। এবছর একটু ব্যতিক্রম ঘটেছে। সামনেই পুজো এসে গেছে কিন্তু এখনও পর্যন্ত প্রতিমা অর্ডার সেরকম একটা হয়ে ওঠেনি দাবি কৃষ্ণনগরের সাথে নবদ্বীপের শিল্পীদেরও।
মৃৎ শিল্পীদের দাবি প্রতিমা নিয়ে যেতে যেভাবে যানবাহনের দরকার সেই যানবাহনের চরম সমস্যা রয়েছে এ রাস্তা খারাপ থাকার কারণে। নবদ্বীপ থেকে কৃষ্ণনগর পর্যন্ত এবং ৩৪ নম্বর জাতীয় সড়কের অবস্থা খুবই বেহাল।
তাই অর্ডার কম বলে মনে করছেন শিল্পীরা। নবদ্বীপের মৃৎশিল্পী বিকাশ বিশ্বাস দাবি জানান এ বছর প্রতিমার অর্ডার কম কেন?
নবদ্বীপ থেকে গৌরনগর ভালুকা থেকে ৩৪ নম্বর জাতীয় সড়ক পর্যন্ত রাস্তার হাল বেহাল। পিচ উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। যেকোনো গাড়ির পক্ষেই এই বেহাল রাস্তা দিয়ে যাতায়াত করা কষ্টকর হয়ে উঠেছে চালকদের কাছে।
তাই গাড়ি চালকরা কোনোভাবেই এই প্রতিমা নিতে সাহস পাচ্ছেন না। সেই কারণে নবদ্বীপ থেকে বহু প্রতিমা রাজ্যের বিভিন্ন প্রান্তে চলে যায় এবং অর্ডার পেয়ে থাকেন নিয়মিতভাবে কিন্তু এবছর সেরকম একটা অর্ডার এখনো পাননি শিল্পীরা।
সাথে সাথে মাটির পুতুলের জন্য খ্যাত কৃষ্ণনগরের মৃৎশিল্পীদের ও দাবি জাতীয় সড়ক বেহাল হবার কারণে তারাও অর্ডার পায়নি মনের মত।
আর কয়েকটা দিন আছে যদি অর্ডার পান ভালো না হলে তাদের পক্ষে চরম সমস্যা তৈরি হবে। প্রতিমা বিক্রি না হলে এই প্রতিমা গুলো কিভাবে রেখে দেবেন সংরক্ষিত করে জায়গার অভাব। আবার আবহাওয়ার উপর অনেকটা নির্ভরশীল থাকতে হয় শিল্পীদের। প্রতিমা তৈরির কাজ শেষ মুহূর্তে চলছে তাই বৃষ্টি হলে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হবে শিল্পীদের ।
তাই এখন শুধু সময়ের অপেক্ষা অর্ডার পেলে ভালো, না হলেই চরম আর্থিক ক্ষতির মুখে  পড়তে হবে এমনটাই দাবি মৃৎ শিল্পীদের।

ফিচার ছবি প্রতীকী

আরও পড়ুনঃ কন্যা সন্তানের জন্ম দেওয়ায় গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here