সুদীপ পাল,বর্ধমানঃ
২ নম্বর জাতীয় সড়কে বর্ধমান জেলার গলসি অত্যন্ত দুর্ঘটনা প্রবন এলাকা। প্রায় প্রতি সপ্তাহেই মারাত্মক দুর্ঘটনা দেখেছে গলসি। প্রাণহানি হচ্ছে।এবার তাই গলসির সিমনোড় মোড় থেকে গলসি চৌমাথা পর্যন্ত ২নম্বর জাতীয় সড়কের উপর মাইকিং করে সচেতন করা হল।ডাম্পার, ট্রেলার,বাইক পার্ক যাতে নির্দিষ্ট জায়গায় করা হয় তা এদিন বলা হল।পুরো বিষয়টিতে বিদায়ী প্রধান ফজিলা বেগম এবং সংখ্যালঘু সেলের সভাপতি সাথে ছিলেন। শুধু মাইকিং নয় লিফলেটও বিলি করা হল। ফজিলা বেগম এদিন হেলমেটহীন বাইক আরোহীদের মাথায় হেলমেট পড়ার অনুরোধ করেন।
নিয়ম বিরুদ্ধভাবে পার্কিং করলে কড়া ব্যবস্থা নেওয়া হোক গলসি পুলিশের তরফে এলাকার সবাই তা চাইছেন। এলাকার মানুষদের বক্তব্য, গত বেশ কয়েকটি দুর্ঘটনায় দেখা গেল অবৈধ পার্কিং এর জেরে প্রাণহানি হল। এখন পঞ্চায়েত এবং সংখ্যালঘু সেলের উদ্যোগে যে সচেতনতা প্রচার হল তা ঠিকভাবে চলছে কিনা তা খতিয়ে দেখুক গলসি পুলিস। গলসি পুলিশ অবশ্য এই উদ্যোগকে প্রশংসা করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584