ওয়েবডস্কঃ
কেন্দ্রীয় সড়ক এবং ট্রান্সপোর্ট মন্ত্রী নীতিন গড়করি শনিবার এক বিবৃতিতে বলেন যে রিজার্ভেশন, তা সে মারাঠিদের দেওয়া হোক বা অন্য কোন কমিউনিটিকে, সেটা সমস্যার সমাধান নয়। বর্তমানে যেটা সবথেকে বেশি প্রয়োজন সেটা হল কাজের সুযোগ তৈরি করা। তিনি বলেন,”আমরা যদি রিজার্ভেশন দিয়েও দিই, চাকরিইতো নেই! এমনকি সরকার ব্যাঙ্কেও নিয়োগ বন্ধ করে দিয়েছে কারণ তার অনেক দ্বায়িত্বের অনেকাংশই ইনফর্মেশন টেকনোলজি নিয়ে নিয়েছে।”
মহারাষ্ট্রের সংরক্ষণ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা নীতিন গড়করির এই মন্তব্য মহারাষ্ট্রের সংরক্ষণ নিয়ে আন্দোলনে কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। তবে এই বিবৃতিতে এটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে বর্তমান সরকারের কাজের সুযোগ তৈরির দৈন দশা বলে মত বিরোধীদের। কারণ,২০১৪ নির্বাচনের আগে বিজেপির প্রতিশ্রুতি ছিল বছরে ২ কোটি চাকরির।
(ছবি-সংগৃহীত)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584