তৃণমূলকে টেক্কা দিতে প্রধানমন্ত্রীর লেখা চিঠি পৌঁছোবে বিজেপি

0
51

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

দরজায় কড়া নেড়ে যদি দলের কর্মীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামাঙ্কিত একটি চিঠি আপনার হাতে ধরিয়ে দেন, তা হলে অবাক হওয়ার কিছু নেই।

bjp | newsfront.co
নিজস্ব চিত্র

বুঝে নিতেই পারেন, ওই চিঠিটি এসেছে প্রধানমন্ত্রীর দফতর থেকে। বিষয়বস্তু? গতবছর নির্বাচনে জিতে এসে দেশের কার্যভার নেওয়ার একবছরের মধ্যে জনগনের উদ্দ্যেশ্যে নেওয়া খতিয়ান।

এমনিতেই বাংলায় অমিত শাহের ভার্চুয়াল সভার পর থেকেই রাজ্যে আগামী বিধানসভার ভোটের দামামা বেজে গেছে ইতিমধ্যেই। করোনা – আমপান পরিস্থিতিতে বাংলার দুই যুযুধান রাজনৈতিক দল তৃনমুল ও বিজেপি ভোটকে পাখির চোখ করে নিজেদের মত করে প্রস্তুতি শুরু করে দিয়েছে।

ইতিমধ্যেই দেশের স্বারাষ্ট্রমন্ত্রীর ভার্চুয়াল সভা শেষ হওয়ার পর থেকে দুই দল যুদ্ধংদেহী মনোভাব নিয়ে একে অপরকে টেক্কা দিতে প্রস্তুত। তৃণমুলকে টেক্কা দিয়ে সাধারণ মানুষের আরও কাছে পৌছতে এবার বাড়ি বাড়ি প্রধানমন্ত্রীর চিঠি নিয়ে হাজির হতে চলেছে বিজেপির কর্মী সমর্থকরা।

আগামী ১৬ জুন থেকে ২৫ জুন দেশের ৭৮ হাজার বুথের ১ কোটি নাগরিকদের কাছে সদ্য লেখা প্রধানমন্ত্রীর লেখা চিঠি পৌছে দেওয়ার পাশাপাশি আগামী ২৩ জুন শ্যামা প্রসাদ মুখ্যার্জীর বলিদান দিবস হিসেবে পালন করতে চলেছে বিজেপি দল।

আরও পড়ুনঃ পাচার রুখতে পঞ্চায়েত প্রধানদের বিশেষ দায়িত্ব গ্রহণ করতে হবেঃ কলকাতা হাইকোর্ট

আজ বালুরঘাটে এক সাংবাদিক সম্মেলনে একথা জানালেন বিজেপি দলের পশ্চিমবঙ্গ শাখার অন্যতম সম্পাদক বিশ্বপ্রিয় চৌধুরী। এই সাংবাদিক সম্মেলনে বিশ্বপ্রিয় চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি বিনয় বর্মন ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার সহ জেলা বিজেপির অনান্য নেতারা।

প্রধানমন্ত্রীর লেখা চিঠি নাগরিকদের হাতে পৌছে দেওয়ার কথা জানানোর পাশাপাশি বিশ্বপ্রিয় চৌধুরী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী দেশকে যে আত্মনির্ভরতা করার ডাক দিয়েছেন সেবিষয়টি নিয়েও তারা দেশের জিনিস জনগণকে কেনার জন্য আহবান জানাচ্ছেন।’

আরও পড়ুনঃ পাইকারি সামুদ্রিক মাছ কেনাবেচার বাজার খোলা নিয়ে আলোচনা, রফাসূত্র অমিল

তিনি আরও বলেন, ‘করোনা পরিস্থিতিতে পাড়ার ছোট দোকান ও ছোট বাজারগুলিই আমাদের সবাইকে জোগান সরবরাহ রেখে পরিস্থিতি সামাল দিয়েছে।

তাই শপিং মল কালচারের দিকে মন না দিয়ে বরং দেশজ জিনিষ কেনার দিকেই আমাদের মনোনিবেশ করা উচিত।’ পাশাপাশি করোনা ও আমপান পরিস্থিতি নিয়ে রাজ্যের শাসক দলের কড়া সমালোচনা করেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here