পিয়ালী দাস, বীরভূমঃ
ষাঁড়, এমনিতে শান্ত কিন্তু মস্তিষ্ক বিগড়ে গেলে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তার প্রমান হাতেনাতে পাচ্ছে সাধারণ মানুষ থেকে রাজনৈতিক জনপ্রতিনিধি। ইতিমধ্যে ষাঁড়ের গুঁতোয় মারা গিয়েছে দুজন সাধারন মানুষ, আক্রান্ত খোদ পৌরসভার কাউন্সিলর। ইতিমধ্যে ষাঁড়টিকে আটক করার জন্য বনদফতরকে চিঠি দিয়ে আবেদন করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার সাঁইথিয়া শহরে আট নম্বর ওয়ার্ডে। কাউন্সিলর গোপীনাথ চক্রবর্তী জানিয়েছেন বাড়ি থেকে পৌরসভা যাওয়ার সময় আচমকাই ষাঁড়টি আক্রমণ করে পেছন থেকে, আচমকাই পেছন থেকে সজোরে কোমরে গুতো মারে, বরাতজোরে বেঁচে যাই। বিজু বাউরী নামে এক ব্যক্তি
ষাঁড়ের গুঁতোয় গুরুতর জখম হয়ে চিকিৎসাধীন।
বন দফতরের যুগ্ম আধিকারিক বিজন সিং জানান, বন্যপ্রাণী হলে বন দফতর প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে আসতেন, যেহেতু গরু বা ষাঁড় গৃহপালিত পশু তাই প্রাণীসম্পদ দফতর বিষয়টি নিয়ে পদক্ষেপ করবে, যদি বন দফতরের কোনো সহযোগিতা প্রাণীসম্পদ দফতর থেকে চাওয়া হয় সে ক্ষেত্রে বন দফতর সহযোগিতা করবে।
রাজ্য সরকারের প্রাণীসম্পদ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ জানান,অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা কিভাবে ষাঁড়টিকে উদ্ধার করে মানুষকে শান্তি দেওয়া যায় সে বিষয় নিয়ে দফতরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584