শ্যামল রায়, নদীয়াঃ
করোনা ভাইরাস আটকাতে চলছে লকডাউন। লকডাউনের প্রাক্কালে বাংলার হাজার হাজার গ্রামীণ চিকিৎসকরা স্বাস্থ্য পরিষেবা দিয়ে যাচ্ছেন প্রত্যন্ত গ্রামাঞ্চলে এবং চিকিৎসার জন্য সরকারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাচ্ছেন। অথচ তাদের চেম্বার বন্ধ রেখেই এই কাজগুলো করতে হচ্ছে গ্রামীণ চিকিৎসকদের।
প্রগ্রেসিভ রুরাল মেডিকেল প্রাকটিশনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক জয়ন্ত চক্রবর্তী জানিয়েছেন যে রাজ্যের স্বাস্থ্য দফতরের মুখ্য সচিবের কাছে তারা একটি চিঠি দিয়েছেন। নবান্নে দেওয়া ওই চিঠিতে উল্লেখ করেছেন যে বহু গ্রামীণ চিকিৎসকরা চেম্বার বন্ধ রেখে গ্রামাঞ্চলে এই মুহূর্তে স্বাস্থ্যপরিষেবা পৌঁছে দিচ্ছেন।
আরও পড়ুনঃ পুলিশ সুপারের উদ্যোগে হাসপাতালে আয়োজিত রক্তদান শিবির
কিন্তু করোনাভাইরাস নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক, তার ভীতি কাটাতে প্রচার অভিযান চালানো আরো বেশি করে প্রয়োজন রয়েছে। তাই সরকারের তরফ থেকে যদি আমাদের এই সমস্ত গ্রামীণ চিকিৎসকদেরকে স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করার সুযোগ করে দেওয়া হয় তাহলে আরও স্বাস্থ্য পরিষেবার কাজ ত্বরান্বিত হবে। দ্রুত স্বেচ্ছাসেবী হিসেবে গ্রামীণ চিকিৎসকদের কাজ করার সুযোগ দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে সংগঠনের তরফ থেকে। এই চিঠিতে রাজ্য কমিটির পক্ষে স্বাক্ষর করেছেন। মোঃ শফিউল্লাহ হান্নান হালদার, রেবতী রমন খান, ও হুমায়ুন কবির।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584