শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
সোমবার রাতে শ্রীনগরে হায়দারপোরার সাজানো পুলিশি সংঘর্ষের অভিযোগ খতিয়ে দেখতে সরকারিভাবে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ জারি করলেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। একটি টুইটে তিনি জানিয়েছেন , ‘‘হায়দরপোরায় পুলিশি সংঘর্ষের ঘটনায় অতিরিক্ত জেলাশাসক পর্যায়ের এক প্রশাসনিক আধিকারিকের নেতৃত্বে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে রিপোর্ট জমা পড়বে এবং সরকার উপযুক্ত ব্যবস্থা নেবে। জম্মু ও কাশ্মীর প্রশাসন ফের নিরপরাধ নাগরিকদের জীবনরক্ষার প্রতিশ্রুতি দিচ্ছে। অঙ্গীকার করছে, কারও প্রতি অন্যায় হবে না।“
জম্মু- কাশ্মীর পুলিশের দাবি, সোমবারের ‘সংঘর্ষে’ নিহতদের মধ্যে পাকিস্তানি জঙ্গি হায়দর ছিল। অন্য দুই নিহতের মধ্যে একজন মুদাসির গুল।
A magisterial inquiry by officer of ADM rank has been ordered in Hyderpora encounter.Govt will take suitable action as soon as report is submitted in a time-bound manner.JK admin reiterates commitment of protecting lives of innocent civilians&it will ensure there is no injustice.
— Office of LG J&K (@OfficeOfLGJandK) November 18, 2021
পুলিশের দাবি, মুদাসির জঙ্গিদের সহযোগী। তিনিই হায়দর ও তার সঙ্গীকে আশ্রয় দিতে ঐ বাণিজ্যিক ভবনে একটি ঘর ভাড়া নিয়েছিলেন। আরেক নিহত আমির মাগরি-র ক্ষেত্রেও জঙ্গি যোগের কথা বলেছে পুলিশ। পুলিশের এই অভিযোগ অস্বীকার করেছেন তাঁর পরিবার। আমিরের মতই মুদাসিরের পরিবারও তাঁর জঙ্গি যোগের কথা উড়িয়ে দিয়েছেন। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন।
আরও পড়ুনঃ সামনে ২০২২-এ উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচন, জরিপে এগিয়ে যোগীর বিজেপি সরকার
উল্লেখ্য, এর আগেও চাকরিতে পদন্নোতি আর বাহবা পাওয়ার লোভে নিরীহ গ্রামবাসীকে জঙ্গি সাজিয়ে খুনের অভিযোগ উঠেছে নিরাপত্তাবাহিনীর বিরুদ্ধে । এই বছরেও জানুয়ারি মাসে শ্রীনগরে তিন নিরীহ যুবককে সাজানো সংঘর্ষে খুনের অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584