সুদীপ পাল,বর্ধমানঃ
সন্ত্রাসবাদী হামলা নিয়ে বিতর্কিত পোস্ট করে সাসপেন্ড হলেন এলআইসির কর্মী।দুর্গাপুরে নিউ টাউনশিপ থানা এলাকার বিধাননগর অঞ্চলে পূবালি আবাসনের বাসিন্দা কৃষ্ণেন্দু সেনগুপ্তর বাড়িতে এলআইসি-র আধিকারিকরা গিয়ে তাঁর বাড়ির গেটে সাসপেনশনের নোটিস লাগিয়ে দেন৷কৃষ্ণেন্দু বাড়িতে ছিলেন না তাই বাড়ির গেটে অনির্দিষ্টকালের জন্য সাসপেনশন নোটিশ লাগিয়ে দেওয়া হয়।
দুর্গাপুরে এলআইসি-র এক নম্বর শাখায় অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত ছিলেন কৃষ্ণেন্দু৷ মুম্বইয়ে এলআইসি-র সেন্ট্রাল অফিস থেকে আসানসোল ডিভিশনাল অফিসে কৃষ্ণেন্দুর সাসপেনশন নোটিস মেলে আসে৷ডিভিশনাল অফিস থেকে এক নম্বর শাখার ব্রাঞ্চ ম্যানেজার অমিতাভ চক্রবর্তীকে নির্দেশ দেওয়া হয় সেই নোটিস কৃষ্ণেন্দুর বাড়িতে পৌঁছে দেওয়ার।
আরও পড়ুনঃ দেশ বিরোধী মন্তব্যের শাস্তি স্বরূপ প্রকাশ্য রাস্তায় কান ধরে উঠবস
যদিও কি বিতর্কিত পোস্টের জন্য সাসপেনশন অর্ডার দেওয়া হলো তা বুঝে উঠতে পারছেন না কৃষ্ণেন্দু।তিনি বলেন, আমি তো দেশের বিরুদ্ধে কিছু বলিনি৷ সিআরপিএফ জওয়ানের মৃত্যুতে কোথাও আমি উল্লাস প্রকাশ করিনি৷ যদিও একটি পোষ্টে তিনি লিখেছিলেন,যারা যুদ্ধ চাইছে তারাই দেশদ্রোহী৷এতজন সৈনিকের রক্তে তাঁরা সন্তুষ্ট নয়৷তারা চায় যুদ্ধ হোক৷ আরও সৈনিকের মৃত্যু হোক৷
নিজেরা যুদ্ধে যাবে না৷শুধু নকল দেশে প্রেমের বুকনি ঝাড়বে।আর একটি পোস্টে তিনি কাশ্মীরের বাচ্চাদের শিশু মৃত্যুর ছবি দিয়ে বলেন বাচ্চাদের পাথর ছোড়ার বয়স নয়।এলআইসির কর্মীরা এই ঘটনা নিয়ে কোনো মন্তব্য করতে চাইছেন না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584