মৃন্ময় পান,বাঁকুড়াঃ
প্রাকৃতিক ভারসাম্য ও বণ্যপ্রাণ রক্ষার আবেদন রেখে এবার শারদোৎসবে ব্রতী হয়েছে এক সময়ের মল্ল রাজাদের রাজধানী বিষ্ণুপুর।এখানকার ময়রাপুকুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবার বন ও বন্যপ্রাণ রক্ষার আবেদন রেখেছেন তাদের পুজো মণ্ডপে আসা দর্শনার্থীদের কাছে। একই সঙ্গে উপহার স্বরূপ প্রত্যেকের হাতে তুলে দেওয়া হচ্ছে একটি করে চারা গাছ। বর্তমান সময়ে যা অভিনবত্বের দাবী রাখে।
জঙ্গল লাগোয়া শহর বিষ্ণুপুর হওয়ায় প্রায়শই এখানে লোকালয়ে হাতি ঢুকে পড়ার ঘটনা ঘটে। বনাঞ্চল ছেড়ে শহরে হাতি ঢুকে পড়ার অন্যতম কারণ মানুষ প্রয়োজনে, অপ্রয়োজনে জঙ্গল কেটে সাফ করছে। মূলত খাদ্যের অভাবে জঙ্গল ছেড়ে হাতি লোকালয়ে হানা দিচ্ছে। এমনটাই মত বিশেষজ্ঞদের।সেই পরিস্থিতিতে ময়রাপুকুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবারের ৩২ তম বর্ষের থিম ভাবনা অভিনবত্বের দাবী রাখে।থিমের সঙ্গে সাজুয্য রেখে প্রতিমাও তৈরী করা হয়েছে। সিংহবাহিনী দেবী মূর্তির সামনে জঙ্গলের পশু পাখিরা তাদের রক্ষার আবেদন জানাচ্ছে। এমনই প্রতিমা তৈরী করিয়েছেন এখানকার উদ্যোক্তারা।সব মিলিয়ে সাধারণ মানুষকে একটা সচেতনতার বার্তা দেওয়াই মূল লক্ষ্য বলে উদ্যোক্তারা জানিয়েছেন।
উদ্যোক্তাদের পক্ষে অভিজিৎ চক্রবর্ত্তী বলেন,যেভাবে জঙ্গলের গাছ কেটে নেওয়া হচ্ছে তাতে করে জঙ্গলের বসবাসকারী জীবজন্তু কোথায় যাবে ?এই মুহূর্তে এটাই সব চেয়ে বড় প্রশ্ন।সেকারণেই অল্প পরিসরে প্রায় তিন লক্ষ টাকা বাজেটে আমরা বন ও বণ্যপ্রাণ রক্ষার আবেদন রেখেই এবারের থিম তৈরী করেছি।পঞ্চমীর সন্ধ্যা থেকেই এখানে আসা সমস্ত দর্শনার্থীদের হাতে চারা গাছ তুলে দেওয়া হচ্ছে বলে তিনি জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584