তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুরঃ
রাজ্যের হয়ে ৬৫ তম অনুর্ধ ১৯-এ জাতীয় স্তরে খো-খো খেলার জন্য মনোনীত হয়ে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্র জীবন বর্মন বুধবার জম্মু কাশ্মীরে জাতীয় স্তরে খেলবার উদ্দেশ্যে রওনা হল। উত্তর দিনাজপুর জেলা খো-খো অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা খো -খো কোচ বরুণ দাস বলেন জীবন অত্যন্ত উন্নত মানের খো-খো খেলছে বেশ কিছুদিন থেকেই। মাস কয়েক আগে জীবন বর্মন বাঁকুড়ায় খেলতে গিয়ে রাজ্যের হয়ে জাতীয় স্তরে খেলবার জন্য মনোনীত হয়।
কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন সাহা বলেন জীবন তার বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্র। জীবন জাতীয় স্তরে জম্মু কাশ্মীরে খো-খো খেলতে যাওয়ায় আমরা খুব আশাবাদী রাজ্য দলের হয়ে জীবন খুব ভালো ফল করবে। আমরা জীবনের জন্য গর্বিত। জীবন বুধবার রাধিকাপুর-কলকাতা এক্সপ্রেস ট্রেনে রওনা দিয়ে আগামী কাল কলকাতায় পৌঁছাবে। সেখান থেকে হুগলির মানকুণ্ডে রাজ্য দলের সাথে দুইদিন অনুশীলন করবে বলে জানা যায়। জম্মু কাশ্মীরে জাতীয় স্তরের খো-খো খেলা শুরু হবে আগামী ৫ই ফেব্রুয়ারী থেকে।চলবে ৯ই ফেব্রুয়ারী পর্যন্ত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584