পড়ে রইল সংসার, বিদায় নিলেন অপু

0
196

নবনীতা দত্তগুপ্ত,বিনোদন ডেস্কঃ

না ফেরার দেশে চলে গেলেন বাঙালীর নস্টালজিয়া অপু । গতকালই কন্যা পৌলমী বসু জানান “ভাল নেই বাবা। এই অবস্থায় বাবাকে আর দেখতে পারছি না।” অনেক লড়াই পেরিয়ে আজ জীবন যুদ্ধের অবসান। একইভাবে একটি যুগের অবসান।

soumitra chatterjee | newsfront.co
অপুর সংসার সিনেমার দৃশ্যে সৌমিত্র চট্টোপাধ্যায়

সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’ দিয়ে শুরু অভিনয় জীবন। সেই দিন থেকে আজ অবধি অভিনয় জীবনে কোন বিশ্রাম নেন নি তিনি ৷ শুধু বড়পর্দা নয়, ছোটপর্দাতেও তিনি ছিলেন সদা উপস্থিতময় । নাটক, আবৃত্তি, লেখালিখি সব ক্ষেত্রেই ছিল অবাধ বিচরণ।

আরও পড়ুনঃ আজই গান স্যালুটের মাধ্যমে শেষ বিদায় ফেলুদাকে

সম্প্রতি একটি ওয়েব প্ল্যাটফর্মে সুকুমার রায়ের ‘আবোল তাবোল’ পাঠ করেছেন তিনি৷ সম্প্রতি শুরু হয়েছে তার স্ট্রিমিং৷পরমব্রত চট্টোপাধ্যায় বানাচ্ছেন তাঁর বায়োপিক। আর তাতে অভিনয়ও করেছেন সৌমিত্র স্বয়ং। নিজেকে পর্দায় দেখার আগেই ফাঁকি দিয়ে চিরতরে বিদায় নিলেন তিনি।

সৌমিত্র অভিনীত ছবির সংখ্যা নির্ণয় করা বেশ সময়সাপেক্ষ ব্যাপার।প্রবাদপ্রতিম অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা টলিউড এবং সিনেপ্রেমী দর্শক। তাঁর বিদেহী আত্মার শান্তিকামনা করে নিউজ ফ্রন্ট পরিবার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here