নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বিখ্যাত আলের উৎসব পালিত হল পশ্চিম মেদিনীপুরের খড়গপুর আই আই টি তে। দেশ একমাত্র খড়গপুর আইআইটিতে অনুষ্ঠিত হয় ইলুমিনেশন ও রঙ্গলি প্রতিযোগিতা।
এই প্রতিযোগিত ঘিরে পড়ুয়াদের মধ্যে প্রচণ্ড উৎসাহ দেখা দিয়েছে প্রত্যেকটি। ছাত্র ছাত্রী নিবাসের ছাত্রছাত্রীরা এই ইলুমিনেশন এবং রাঙ্গলি কম্পিটিশনে ভাগ নয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ছাত্রছাত্রীরা ছুটি থাকা সত্ত্বেও আইআইটি ছেড়ে নিজেদের বাড়ি যায় না বরঞ্চ এই দিন আইআইটিতে থেকেই ইলুমিনেশন এবং রঙ্গলি কম্পিটিশনে ভাগ নেয়।
প্রত্যেকটি হল এর জন্য বরাদ্দ হয় কুড়ি হাজার প্রদীপ বিভিন্ন স্ট্রাকচার এর মাধ্যমে দেশ-বিদেশের বিভিন্ন স্থান দেশর সেরা পুরুষ এবং মহাপুরুষের কথা গুলোকে তুলে ধরে প্রদীপ এর মাধ্যমে এছাড়াও বিভিন্ন ঘটনাকে তুলে দেওয়া হয় তুলে ধরা হয় রাঙ্গলি মাধ্যমে আগে খড়গপুর আই আই টি তে কম্পিটিশন হিসাবে বেছে নেওয়া হতো কিন্তু এখন তা হয়না বিভিন্ন হলে যারা এই রাঙ্গলি ইলুমিনেশন অংশগ্রহণ করে থাকে তাদেরকে মিষ্টিমুখ করায় আইআইটি খড়্গপুরের কর্তৃপক্ষরা।
আরও পড়ুনঃ প্রতিমা নির্মাণ থেকে বিসর্জন একই দিনে
বলা যায় এক প্রকারের ইকোফ্রেন্ডলি দীপাবলি ঐদিন খড়গপুর আই আই টি
তে একদিনের বিদ্যুৎ বাঁচায় আইআইটি খড়গপুরের পড়ুয়ারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584