নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানা এলাকায় রবিবার বাজ পড়ে মৃত্যু হয়েছে দুই জনের। আহত হয়েছে চার জন। মৃতদের মধ্যে একজন ও আহত চারজন বিদ্যুৎ দফতরের ঠিকাদার সংস্থার কর্মী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে গড়বেতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়। তখন গড়বেতার ফুলবেড়িয়ার কাছে বােষ্টম মােড় ও তার আশেপাশের এলাকায় বিদ্যুতের তার টাঙানাের কাজ করছিলেন বিদ্যুৎ দফতরের ঠিকাদার সংস্থার কয়েকজন কর্মীরা। কাজ সেরে তাঁরা যখন গাড়িতে উঠতে যাচ্ছিলেন
তখনই বাজ পড়ে সেখানে। রাস্তাতেই লুটিয়ে পড়েন পাঁচজন।
আরও পড়ুনঃ দোকানে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত এক
গাড়িতে থাকা অন্য কর্মীরা তাঁদের উদ্ধার করে গড়বেতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে বিদ্যুৎ দফতরের ঠিকা কর্মী গৌর সেনাপতিকে (৩০) মৃত বলে জানান চিকিৎসকেরা। তাঁর বাড়ি গড়বেতার পাথরহাটি গ্রামে। অন্য দিকে, এ দিনই দুপুরে গড়বেতার থানার গড়ঙ্গা অঞ্চলের কাশিডাঙা গ্রামেও বাজ পড়ে। মারা যান এক মহিলা।
জানা গিয়েছে, মৃতার নাম রিনা লােহার (৪২)। তিনি দুপুরে এলাকার একটি পুকুরে স্নান করতে গিয়েছিলেন। সেই সময় বাজ পড়ে মৃত্যু হয় রিনার। বাজ পড়ে মৃত্যু হওয়া দুই জনের মৃতদেহ মেদিনীপুর মেডিক্যাল কলেজে ও হাসপাতালে পাঠানো হয় ময়না তদন্তের জন্য। গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584