মেসির হ‍্যাট্রিক, লা লিগা জিতল বার্সেলোনা

0
97

স্পোর্টস ডেস্ক:-

শিরোপা উদ্ধার করতে বার্সার দরকার ছিল ড্র। কিন্তু মেসি হ্যাটট্রিক করে রোববার রাতে দেপোর্তিভোকে তাদেরই মাঠে ৪-২ গোলে হারানোয় বার্সেলোনা জয় করল স্প্যানিশ লা লিগার শিরোপা।এই নিয়ে মোট ২৫ বার লা লিগায় চ্যাম্পিয়ন হলো বার্সেলোনা।

চার ম্যাচ হাতে রেখে শিরোপা পুনরুদ্ধার করা বার্সেলোনার পয়েন্ট ৮৬। দেপোর্তিভো আলাভেসকে ১-০ গোলে হারানো আতলেতিকো মাদ্রিদ ৩৫ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩৪ ম্যাচে ৭১।

শিরোপার হাতছানি নিয়ে মাঠে নামা বার্সেলোনার লিড সপ্তম মিনিটেই। উসমান দেম্বেলের পাস থেকে ফিলিপে কৌতিনিয়োর গোল।১৭তম মিনিটে স্প্যানিশ ফরোয়ার্ড লুকাস পেরেজ বল জালে পাঠালেও তা অফসাইডে বাতিল হয়।৩৮তম মিনিটে দ্বিতীয় গোল পেয়ে যায় বার্সেলোনা সুয়ারেজ আর মেসির যুগলবন্দিতে। সুয়ারেজের পাস থেকে নিজের পহেলা গোলটি করেন মেসি। এই গোলেই প্রথম খেলোয়াড় হিসেবে লা লিগায় সাত মৌসুমে ৩০ বা তার বেশি গোল করার ইতিহাসে নিজের নামটা তুলে দেন লিও।২ মিনিট পরই অবশ্য এক গোল শোধ করে দেপোর্তিভো। লুকাস পেরেজ এবার আসলেই গোল পান।৬৪তম মিনিটে ম্যাচে সমতা আনেন। তুরস্কের মিডফিল্ডার এমরে কোলাক করেন গোলটি।

এরপর মেসি ম্যাজিক শুরু। তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে জয় ও শিরোপা নিশ্চিত করেন মেসি। ৮২তম মিনিটে সুয়ারেজের সাথে আবারো যুগলবন্দিতে মেসির গোল। আর এর দুই মিনিট পরই হ্যাটট্রিক । এই গোলে ইউরোপিয়ান গোল্ডেন বুট জয়ের দৌড়ে এগিয়ে গেলেন ইংলিশ প্রিমিয়ার লিগে এ পর্যন্ত ৩১ গোল করা মোহাম্মদ সালাহর থেকে।

৮৭তম মিনিটে ইভান রাকিতিচের বদলে মাঠে নামেন চলতি মৌসুম শেষে বার্সেলোনা ছাড়ার ঘোষণা দেওয়া আন্দ্রেস ইনিয়েস্তা। কোপা দেল রের সাথে লা লিগা জিতেও বার্সায় নিজের ক্যারিয়ার শেষ করছেন ইনিয়েস্তা।

(ছবি-সংগৃহীত)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here