নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো দিয়েগো। তুমি আমাদের সকলের শক্তি। আমার পরিবার এবং আমি খুব দ্রুত তোমাকে সুস্থ দেখতে চাইছি। আমার হৃদয়ের ভালোবাসা তোমার প্রতি রইলো। হৃদয় স্পর্শ করা আলিঙ্গন তোমাকে।
হাসপাতালে চিকিৎসাধীন ফুটবলের জাদুকর দিয়েগো মারাদোনা উদ্দেশ্যে এমনিই এক হৃদয় স্পর্শকারী বার্তা পাঠালেন আর্জেন্টিনার বর্তমান তারকা লিওনেল মেসি। নিজের এবং বার্সেলোনার ইনস্টাগ্রামে এই বার্তা পাঠিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ ফাইনালে বোল্টের চোট চিন্তায় মুম্বই
সেটি আবার বার্সার ইনস্টাগ্রামে যুক্ত করে ক্লাবের বাকি ফুটবলদের বার্তা হিসাবেও উল্লেখ করেছেন। উল্লেখ্য, মাথায় রক্ত জমাট বেঁধে যাওয়ায় অস্ত্রোপচার করা হয় মারাদোনার। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানানো হয়েছে হাসপাতলের পক্ষ থেকে।
তবে এখনো পুরোপুরি বিপদমুক্ত নন বিশ্বকাপ জয়ী বাঁ পায়ের ঈশ্বর। হাসপাতালের বাইরে ভিড় জমিয়েছেন তাঁর সমর্থকেরা। গোটা বিশ্বজুড়ে তাঁর দ্রুত সুস্থতা কামনা করে বার্তা এসেছে পরিবারের কাছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584