নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
করোনা ভাইরাস প্রতিরোধে মাঠে নামল বীরপাড়া লায়ন্স ক্লাব। বুধবার মাদারিহাট বীরপাড়া ব্লকের বীরপাড়া লায়ন্স ক্লাবের উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে স্যানিটাইজ করা হয়।শুধু তাই নয় এদিন বীরপাড়া হাসপাতাল, ব্যাংক, থানা, রেল স্টেশন ও বাজার সহ কলোনীর বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে করে স্যানিটাইজ করা হয়।
এ নিয়ে লায়ন্স ক্লাবের আই হাসপাতালের চেয়ারম্যান নিতাই দত্ত বলেন, “এথেলবাড়ির একটি স্বেচ্ছাসেবি সংস্থার সঙ্গে যৌথ ভাবে বীরপাড়া শহরের বিভিন্ন স্থানে করোনা মোকাবিলায় স্যানিটাইজ করা হয়।
আরও পড়ুনঃ করোনা সচেতনতায় গ্রামে প্রচার চিকিৎসকদের
এছাড়া লায়ন্স ক্লাবের পক্ষ ১০০০ টি মাস্ক ইতিমধ্যেই বিলি করা হয়েছে”। তিনি এও বলেন, “পরবর্তী পর্যায়ে হাসপাতাল,থানা এবং করোনা মোকাবিলায় যারা মাঠে লড়াই করছেন, তাদের প্রত্যেককে এন-৯৫ মাস্ক দেওয়া হবে বলে স্থির করেছি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584