ভার্চুয়াল স্বল্প দৈর্ঘের বাংলা চলচ্চিত্র উৎসবের সেরাদের তালিকা

0
69

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

ভার্চুয়াল সিনেমা প্রদর্শনী প্ল্যাটফর্ম ‘মাই সিনেমা হল’- এর উদ্যোগে গত অক্টোবর ১৮ থেকে নভেম্বর ১৫ অবধি আয়োজিত হয় ‘মাই শর্টস্’ নামে এক যুগান্তকারী ভার্চুয়াল স্বল্প দৈর্ঘের বাংলা চলচ্চিত্র উৎসব।স্বল্প দৈর্ঘের চলচ্চিত্রজগতে এরকম প্রয়াস এই প্রথম।

 

best film nomination | newsfront.co

একই সঙ্গে ছবির প্রদর্শন এবং অর্থ উপার্জনের সুবর্ণ সুযোগ পেয়েছেন ছবির নির্মাতারা। সম্প্রতি ডিজিটালেই সম্পন্ন হল এই উৎসবের পুরস্কার বিতরনী অনুষ্ঠান।এই চলচ্চিত্র উৎসবের প্রধান বিচারকমণ্ডলীতে ছিলেন প্রখ্যাত অভিনেত্রী-পরিচালক অপর্ণা সেন, অর্ঘকমল মিত্র (পুরস্কার প্রাপ্ত সম্পাদক ), অনীক দত্ত (খ্যাতিনামা পরিচালক ), ও সোহাগ সেন (অভিনেতা ও নাট্য ব্যক্তিত্ব)।

আরও পড়ুনঃ বারো মিনিটে বন্দি শ্রীলেখা-শিলাজিতের ‘টুয়েলভ সেকেন্ডস’

সূত্রের খবর অনুযায়ী, তিনশোরও বেশি ছায়াছবি জমা পড়ে, যার মধ্যে বিভিন্ন ছবি আন্তর্জাতিক পুরস্কারে পুরষ্কৃত এবং অনেক ছবি বিভিন্ন উদীয়মান নির্মাতা, নির্দেশকের তৈরি। প্রাথমিক স্ক্রিনিং-এর পর সর্বোচ ৬৯ টি ছবি শর্টলিস্টেড করা হয়।

আরও পড়ুনঃ মাই সিনেমা হলে চলছে ভার্চুয়াল শর্টফিল্ম ফেস্টিভ্যাল, ফলাফল ১৫ নভেম্বর

সামাজিক পরিস্থিতি, বর্তমান, সম্পর্কের গল্প, সাইন্স ফিকশন-এর মতো বিস্তর মুল্যবান কিছু বিষয় তুলে ধরে নির্বাচিত ছবিগুলো। ‘আ সাইলেন্ট ওয়ারবল’, ‘লিটল প্যারাডাইস’, ‘সম্পূরক’, ‘উহাদের কথা’র মতো আটটি ছবি ‘সর্বশ্রেষ্ঠ ছায়াছবি’ বিভাগে পুরস্কারের জন্য মনোনীত হয়।

এক ঝলকে দেখে নিন বিজয়ীর তালিকা।

প্রথম সেরা ছবি: আ সাইলেন্ট ওয়ারবল
দ্বিতীয় সেরা ছবি: লিটল প্যারাডাইস
তৃতীয় সেরা ছবি (যৌথ): টিকিট
তৃতীয় সেরা ছবি (যৌথ): সম্পূরক
বিশেষ জুরি পুরস্কার: লস্ট অ্যান্ড সাউন্ড
সেরা ছবি (দর্শক নির্বাচিত): তন্দুরি
শ্রেষ্ঠ পরিচালনা: শুভঙ্কর বেরা (লিটল প্যারাডাইস)
শ্রেষ্ঠ সম্পাদনা: প্রবাল চক্রবর্তী (সম্পূরক)
শ্রেষ্ঠ চলচ্চিত্রগ্রহণ : শুভদীপ দে (গোলেম)
শ্রেঠ গল্প/চিত্রনাট্য: প্রবাল চক্রবর্তী (সম্পূরক)
শ্রেষ্ঠ অভিনেতা (যৌথ): গিরিশ.এম. প্যাটেল (আ সাইলেন্ট ওয়ারবল)
শ্রেষ্ঠ অভিনেতা (যৌথ): এমডি. সহিদুর রেহমান (গোলেম)
শ্রেঠ অভিনেত্রী: চান্দ্রেয়ী ঘোষ (সম্পূরক)
শ্রেষ্ঠ শিশু অভিনেতা: ঋষু দে (লিটল প্যারাডাইস)
শ্রেষ্ঠ শিশু অভিনেত্রী: সঙ্গস্থিতা ব্যানার্জি (লিটল প্যারাডাইস)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here