‘ঊষার আলো’র উদ্যোগে সাহিত্য বাসর

0
162

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

Literary gathering initiative by ushar alo
নিজস্ব চিত্র

বর্তমান সময়ে উত্তর দিনাজপুর তথা পশ্চিমবঙ্গের জনপ্রিয় যুবক কবি বিনয় লাহার বাসভবনে অনুষ্ঠিত হল ঊষার আলো পত্রিকার প্রাক বসন্ত সাহিত্যসভা।এই সাহিত্য সভায় উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তের কবি সাহিত্যিকরা।একই সাথে আলোচনা হল প্রকাশিতব্য কাব্য সংকলন “গৌড়বঙ্গের কাব্য সংকলন ” নিয়ে।এই কাব্য সংকলনটির সম্পাদক হলেন কবি বিনয় লাহা।বিশিষ্ট প্রাবন্ধিক পুরুষোত্তম সিংহের কথায়- এই সংকলনটি নিঃসন্দেহে তিনজেলার কবিদের মন আকর্ষিত করবে বলে আশা রাখেন।

Literary gathering initiative by ushar alo
নিজস্ব চিত্র

এই অনুষ্ঠানে দুটি করে কবিতা পাঠ করেন সমস্ত কবিরা।কবিদের মধ্যে উপস্থিত ছিলেন নিবারন দাশ দীপা চৌধুরী,কৌশিক দে সরকার ,রানী সেন,কৌশিক পাল,সুমনা পাল মুখার্জী, শতরূপা দাশ,তাপসী লাহা,সাহিদা খাতুন সহ আরও অনেকে।কবিতার বিষয়ে দীর্ঘ আলোচনাও চলে প্রায় ঘন্টা তিনেক।ক্ষুদেরাও যোগ দেয় এই সাহিত্য সভায়।ছোট্ট শিশু আরাত্রিকা লাহা স্বরচিত কবিতা পাঠ করে।

আরও পড়ুনঃ কালিয়াগঞ্জে প্রতীতির সাহিত্য আসর

অনুষ্ঠানের ঊষার আলোর পরবর্তী সংখ্যাটি শিশুদের জন্য বিশেষ সংখ্যা হবে বলে জানান পত্রিকার সম্পাদক নিবারণ দাশ ও সহ সম্পাদক বিনয় লাহা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here