পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
সম্প্রতি হরিয়ানার বিখ্যাত সংস্থা গুগনরাম এডুকেশনাল সোশ্যাল ওয়ালফেয়ার সোসাইটি ভিবানী থেকে শ্রীমতী সরবতি দেবী গীরিধারি লাল সিহাগ থেকে সেরা সাহিত্য সম্মান পেলেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ছাত্র জয়ন্ত নুনিয়া।পিছিয়ে পড়া ছোট্ট একটি গ্রাম থেকে উঠে আসা জয়ন্ত নুনিয়া কালিয়াগঞ্জের তরঙ্গপুরের বাসিন্দা।তিনি সংস্কৃত বিদ্যাপীঠ তিরুপতি থেকে ধর্ম বিষয়ে সংস্কৃত ছাত্র দের মনোবৃত্তি কি ? সে বিষয়ে গবেষণা করছেন।
জয়ন্ত বাবু ইতিমধ্যে পঁয়তাল্লিশটিরও বেশি আলোচনা সভা সম্মেলন ও কার্যশালায় অংশগ্রহণ করে দেশ বিদেশের বহু প্রান্তে যোগশাস্ত্র বিষয়ে বক্তব্য রাখেন।জানা যায় জয়ন্ত বাবু কালিয়াগঞ্জের একটি হত দরিদ্র বাড়ির সন্তান।জয়ন্ত বাবু ২০০৭ এ সংস্কৃত অনার্স নিয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেন।২০১২ তে ব্যাকরন নিয়ে এমএ পাশ করেন।
আরও পড়ুনঃ ‘ঊষার আলো’র উদ্যোগে সাহিত্য বাসর
এমএ করে তিনি ওড়িশার পুরী থেকে বিএড করে তিরুপতিতে চলে যান এবং সেখানে এমএড করেন।এম এড শেষে তিনি এমফিল করেন।বর্তমানে তিনি সংস্কৃতে পিএইচডি করছেন এছাড়া ও তিনি NET (EDUCATION) WBSET(Education),APSET(Education)তে পশ্চিমবঙ্গ থেকে পাশ করে তিনি সাইকোলজিতে এমএসসি এবং হিন্দী ভাষায় এমএ করছেন।এদিন তার এই সম্মানে সকলেই ভীষন খুশি হন।প্ৰত্যন্ত একটি গ্রামের ছেলের এই সাফল্যে খুশি জেলাবাসী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584