মেদিনীপুরে সাহিত্য মিলন সমারোহ, মেদিনীপুর ‘লিটেরারি মিট ‘১৯

0
99

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

literary meet at medinipur | newsfront.co
নিজস্ব চিত্র

মেদিনীপুরের সাহিত্য চর্চার ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচিত হলো। তরুণ কবিরা মহামিলন রচনা করলেন নবীন-প্রবীণ কবিদের।

মেদিনীপুরের তরুণ কবিদের ব‍্যবস্থাপণায় বিদ‍্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বীরেন্দ্র শাসমল সভাগৃহে অনুষ্ঠিত হলো সাহিত্য সমারোহ ‘লিটেরারি মিট’১৯”। শনিবার গোলাপের জলে কাগজের নৌকা ভাসিয়ে এই অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার অমলকান্তি ভূঞ‍্যা। উদ্বোধনী পর্বে ভায়োলিন বাজিয়ে সবার মন জয় করেন বিপ্লব দাস। উদ্বোধনী পর্বে কবি অভিনন্দন মুখোপাধ্যায় লেখা এবং ‘জোয়ার’ ব‍্যন্ডের কম্পোজ করা থিম সঙ গোটা অনুষ্ঠানে মূল সুরটি বেঁধে দেয়।

literary meet at medinipur | newsfront.co
নিজস্ব চিত্র

প্রথম পর্বে “বর্তমান সময়ের প্রেক্ষিতে কবিদের সামাজিক দায়বদ্ধতা” শীর্ষক আলোচনায় অংশ নেন বিশিষ্ট সাহিত্যিক সুধীর দত্ত ও অচিন্ত্য নন্দী। এই পর্বটি সঞ্চালনা করেন রামকৃষ্ণ মহাপাত্র। দ্বিতীয় পর্বে “এই সময়ের গদ‍্য সাহিত্যে গ্রামজীবন এবং মফস্বল উপেক্ষিত”এই শীর্ষক আলোচনায় অংশ নেন বিশিষ্ট সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী, নলিনী বেরা,লায়েক আলি খান। এই পর্ব সঞ্চালনা করেন সুমন মহান্তি। তৃতীয় পর্বে “সমকালীন সময়ের ছবিতে বিমূর্ততাই কি মূর্ততার প্রকাশ?” শীর্ষক আলোচনায় অংশ নেন হিরণ মিত্র, মৃণাল চক্রবর্তী। সঞ্চালনা করেন প্রসেনজিৎ বসু। চতুর্থ পর্বে “বাণিজ্যিক কাগজের সাথে প্রতিযোগিতায় লিটল ম্যাগাজিন তার স্বত্বা হারাচ্ছে”এই শীর্ষক আলোচনায় অংশ নেন সন্দীপ দত্ত ও বিতান চক্রবর্তী। সঞ্চালনা করেন রণজিৎ অধিকারী। অনুষ্ঠানে ভালোলিন বাজান বিপ্লব দাস। সঙ্গীত পরিবেশন করেন প্রলয় বিশ্বাস। বাঁশি বাজান দেবরাজ কর।আণূগল্প পাঠে অংশ নেন গল্পকার বিনোদ মন্ডল,নরেশ জানা, মৃণাল শতপথি, বিশ্বজিৎ অধিকারী,সৌরভ কুমার ভূঞ‍্যা, মৌসুমী ঘোষ।

আরও পড়ুনঃ বর্ধমান রাজবাড়ি নিয়ে হেরিটেজ হোটেলে তৈরির পরিকল্পনা

অনুষ্ঠানে কবিতা পাঠে অংশ নেন তিরিশজনেও বেশি নবীন প্রবীণ কবি।কবিতাপাঠে অংশ নেন প্রভাত মিশ্র, নিলয় মিত্র ,প্রফুল্ল পাল ,মৃণাল কান্তি দাশ, আনন্দরূপ নায়েক, অর্থিতা মন্ডল ,মলয় পাহাড়ি ,অভিজিৎ দত্ত ,সংঘমিত্রা হালদার,অনিমিখ পাত্র তানিয়া চক্রবর্তী ,আলোক বিশ্বাস ,অভিমুন্য মাহাত,অমিত সাহা, প্রশান্ত সরকার , গুরূপ্রসাদ যশ,মানস কুমার চিনি,ঝিলম ত্রিবেদী ,দেবাশীষ মহারানা, শুভঙ্কর দাস ,বুদ্ধদেব হালদার, প্রদীপ্ত খাটুয়া, সৈকত ঘোষ সুকমল বসু, শৌভিক দত্ত,সায়ান্ন‍্যা দাশগুপ্ত,কেশব মেট‍্যা,মনোতোষ আচার্য ,দেবাশীষ প্রধান ,অঞ্জন দাস ,আশিস মিশ্র, লক্ষীকান্ত মন্ডল প্রমুখ।এদিনের অনুষ্ঠানের সামগ্রিক সঞ্চালনায় ছিলেন মোম চক্রবর্তী ও কুমারেশ দে। এদিনের অনুষ্ঠানে দুই শতাধিক কবি-সাহিত‍্যিক যোগ দেন। প্রকাশিত হয় পত্রিকা।এত বড়মাপের একটি সাহিত্য কেন্দ্রিক অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ার জন্য আয়োজকদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানান সম্পাদক অভিনন্দন মুখোপাধ্যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here