মোহনা বিশ্বাস, কলকাতাঃ
ভারতবর্ষে শ্লীলতাহানি নতুন কিছু না। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে নানাভাবে মহিলাদের শ্লীলতাহানি হয়ে থাকে।
আর তারপরেও দোষীরা বিনা শাস্তিতে নিশ্চিন্তে ঘুরে বেড়ায়। সমাজে নিরাপদ নয় মহিলারা। সেই গল্প নিয়ে আসছে রেশমী মিত্র-র নতুন ছবি ‘শ্লীলতাহানির পরে’। সাহিত্যিক মল্লিকা সেনগুপ্ত-এর উপন্যাস অবলম্বনেই গড়ে উঠেছে এই ছবির গল্প।
এই ছবির মুখ্যচরিত্র রিকি সেন-এর ভূমিকায় দেখা যাবে দেবলীনা কুমার-কে। এছাড়াও ছবিতে অভিনয় করতে দেখা যাবে সৌমিত্র চ্যাটার্জী, শ্রীলা মজুমদার, অভিষেক চ্যাটার্জী, মৌবনি সরকার, রাহুল ব্যানার্জী, ঈশান মজুমদার, শুভম সহ অন্যান্য তারকাদের।
পরিচালক রেশমী মিত্র বলেন, এই ছবিতে তিনজন মহিলাকে দেখা যাবে। দুজন মহিলা ধর্ষিত হবেন এবং একজন মহিলা তার স্বামীর দ্বারা মানসিকভাবে ধর্ষিত হবেন। এই বিষয়টিকেই এই ছবিটির মধ্যে তুলে ধরা হয়েছে। মল্লিকা সেনগুপ্ত-র ‘শ্লীলতাহানির পরে’ উপন্যাসকে অপরবর্তীত রেখেই এই ছবি তৈরি করা হয়েছে।
এই ছবির গল্পে শুধু মহিলারা নির্যাতিত হবেন তাই নয়, নির্যাতিত মহিলারাই সেই কঠিন পরিস্থিতি থেকে কিভাবে বেড়িয়ে এসে সমাজে নিজের জায়গা করে নেয় সেই ছবিও তুলে ধরা হবে এই সিনেমাটিতে।
অভিনেত্রী শ্রীলা মজুমদার বলেন, এই ছবিতে তার চরিত্রটি প্রতিবাদী একজন রাজনীতিবিদের চরিত্র। বর্তমান সময়ের জন্য একদম উপযুক্ত এই উপন্যাসটি।
আরও পড়ুনঃ নারীশক্তি বাঁচিয়ে রাখার প্রতিধ্বনি ‘তুই চল’
ছবির মুখ্যচরিত্র রিকি-র ভূমিকায় অভিনয় করতে পেরে খুশি দেবলীনা কুমার। তিনি বলেন, রেশমী মিত্র-এর সাথে কাজ করে খুবই ভালো লেগেছে। ছবিতে শ্লীলতাহানির আগের ও পরের গল্প দেখানো হয়েছে। ছবিতে রাহুল-এর স্ত্রী-র চরিত্রে দেখা যাবে মৌবনি সরকার-কে। নতুনদের সাথে কাজ করে খুশি মৌবনি।
তিনি বলেন, এই ছবির পরিচালক ও উপন্যাসের লেখক দুজনেই মহিলা। তারা একেওপরের পাশে দাঁড়াচ্ছেন। এই ছবিতে তার চরিত্রটাও অনেকটা এরকমই। ছবিতে তার চরিত্রটি ধর্ষিতা মহিলার পাশে দাঁড়ায়। শেষপর্যন্ত সুবিচার পাওয়ার জন্য লড়াই চালিয়ে যায়।
আরও পড়ুনঃ নাসিরকে পালটা আক্রমণ অনুপমের, টুইটারে ভিডিও পোস্ট করে ব্যক্তিগত বিষয় তুলে কটাক্ষ
এই ধরনের ছবি করতে পেরে আপ্লুত মৌবনি। ছবিতে আইনজীবী ব্রতীন-এর চরিত্রে অভিনয় করেছেন ঈশান মজুমদার। পরিচালক রেশমী মিত্র-এর সাথে কাজ করে খুশি তিনি। ছবি সম্পর্কে ঈশান বলেন, খবরের কাগজে অনেক শ্লীলতাহানির ঘটনাই দেখতে পাওয়া যায়। তারপর সেই নির্যাতিত মেয়েটির ওপর ঐ ঘটনার কিরকম প্রভাব পরে সেটাই দেখানো হয়েছে এই ছবিতে।
২২ জানুয়ারি কলকাতার একটি অভিজাত হোটেলে রেশমী মিত্র পরিচালিত ‘শ্লীলতাহানির পরে’ ছবির পোস্টার, ট্রেলার ও মিউজিক লঞ্চ হয়ে গেল।
আরও পড়ুনঃ কি কি থাকছে ২০২০-র আন্তর্জাতিক কলকাতা বইমেলায়- জানাল পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স-এর কর্তৃপক্ষরা
এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক রেশমী মিত্র, অভিনেতা ঈশান মজুমদার, শুভম, অভিনেত্রী দেবলীনা কুমার, শ্রীলা মজুমদার, মৌবনি সরকার সহ অন্যান্যরা। ছবিতে রয়েছে মোট ৪টি গান। এরমধ্যে একটি রবীন্দ্র সঙ্গীতও রয়েছে এই ছবিতে।
এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন বাপ্পা অরিন্দম। এই ছবিতে কাজ করতে খুশি তিনি। ছবিতে তিনটি গানের সুর করেছেন বাপ্পা। এই ছবির চিত্রনাট্য লিখেছেন চন্দন মুখার্জী। শ্লীলতাহানির আগের ও পরের গল্প জানতে আর মাত্র কিছুদিন অপেক্ষা করতে হবে দর্শকদের। ২০২০-র ফেব্রয়ারিতেই বড়োপর্দায় মুক্তি পেতে চলেছে রেশমী মিত্র পরিচালিত ছবি ‘শ্লীলতাহানির পরে’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584