নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
আড্ডা মানুষের সঙ্গী।শুধু দোকান কিংবা পাড়ার মোড়ে আড্ডা নয়,এবার এলাকার উদীয়মান কবিদের নিয়ে ৫০ তম সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হল পশ্চিম মেদিনীপুরের বেলদায়।বেলদা গঙ্গাধর একাডেমির হলে আয়োজিত হয় ৫০ তম এই সাহিত্য আড্ডার।উপস্থিত ছিলেন কবি গবেষক নির্মাল্য মুখোপাধ্যায় ও কবি সূর্য্য নন্দি,অসিতবরণ বেরা,যুগজিত নন্দ,অখিলবন্ধু মহাপাত্র সহ বেলদা ও বেলদা এলাকার পার্শ্ববর্তী কবিরা।এইদিনের সাহিত্য আড্ডায় প্রত্যেকেই নিজেদের কবিতা,গল্প গান পাঠ করেন।কবিতা পাঠের পাশাপাশি আড্ডা ৫০ নামক এক সুবর্ন সংখ্যার পত্রিকা প্রকাশিত হয়।
পাশাপাশি এদিনের এই আড্ডা থেকে অপর দুই গ্রন্থ এবং কবিতা সমগ্র প্রকাশিত হয়।সাহিত্য আড্ডার সম্পাদক জন্মেঞ্জয় সাহু জানিয়েছেন-“এলাকার অপরিচিত কবিদের কবিতা প্রকাশ এবং কিছু উদীয়মান কবিকে প্রত্যন্ত এলাকা থেকে তুলে আনতে এই আড্ডা।”মাসিক এই সাহিত্য আড্ডা থেকে তরুন তুর্কি কবিদের প্রতিভা তুলে ধরার ব্যবস্থা করেছেন উদ্যোক্তারা।সম্পাদক তথা বিশিষ্ট ব্যক্তিত্ব অখিলবন্ধু মহাপাত্র জানিয়েছেন-“সাহিত্য আড্ডা থেকে অঙ্গিকার করা হয় শুধু প্রচারিত বা পরিচিত কবি লেখক নয়,একদম প্রত্যন্ত এলাকা থেকে এবং বয়সে ছোট কবিদের প্রতিভা তুলে ধরতে মাসিক এই আড্ডা।”
ভবিষ্যতে এই আড্ডার দীর্ঘায়ু কামনা করে এবং সাহিত্য আড্ডা নামক কবিতা পাঠের মাধ্যমে এই অনুষ্ঠান শেষ হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584