প্রীতম সরকার, বিনোদন ডেস্কঃ
বলিউডে তাঁদের সম্পর্ক আর বিয়ে নিয়ে এতদিন পর্যন্ত চর্চা কিছু কম হয়নি। তবে রণবীর কাপুর বা আলিয়া ভাট তাতে ততটা সায় দিতে সেভাবে রাজি হননি। তাঁদের বিয়ে কবে হচ্ছে.. এই নিয়ে একাধিক রিপোর্ট আসতে থাকে মিডিয়ায়।
তবে ২১ দিনের দেশ জোড়া লকডাউনের মাঝেই রণবীর আলিয়ার ‘লিভ ইন’ এর সম্পর্ক বেরিয়ে এলো! এমনই বলছে ইন্ডাস্ট্রির সাম্প্রতিক জল্পনা ! বসন্ত অনেক দিনই এসেছিল! তবে ২০২০ এর বসন্তে সম্পর্কের গভীরতা যেন আরও প্রকট হল রণবীর আলিয়ার ক্ষেত্রে! এক সাম্প্রতিক ভিডিওতে দেখা গিয়েছে রণবীর ও আলিয়া তাঁদের পোষ্যকে নিয়ে হাঁটা চলা করছে বাড়ির ভিতর।
আরও পড়ুনঃ করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ কোটি টাকা দিলেন অক্ষয়
আর এর থেকেই জল্পনা চড়ল তাঁদের ‘লিভ ইন’ সম্পর্কের!এই মুহূর্তে গোটা দেশকে স্বেচ্ছা কোয়ারেন্টাইনে যাওয়ার নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদী। এমন পরিস্থিতিতে নিজেদের স্বেচ্ছা ‘আইসোলেশন’ এ রেখেছেন আলিয়া ও রণবীর। তবে একসঙ্গে।
আর তাঁরা যে একসঙ্গে রয়েছেন তার প্রমাণ দিচ্ছে আলিয়ার পোস্ট করা ছবি। যাতে দেখা গিয়েছে রণবীরের পোষ্যের সঙ্গে বহাল তবিয়তে রয়েছে আলিয়ার পোষ্য। গত কুম্ভ মেলায় তাঁদের আসন্ন ছবির প্রথম প্রমোশন করেন রণবীর আলিয়া।
মাল্টি স্টারকাস্টের ছবি ‘ব্রহ্মাস্ত্র’, এই প্রথম দেখা যাবে আলিয়া-রণবীরকে। যে ফিল্ম ধরে তাঁদের প্রেম শুরু বলে খবর। সব কিছু ঠিকঠাক চললে ২০২০ সালের ৪ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ছবিটি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584