কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ
রেড ডেভিলদের লড়াই! ম্যানইউকে ৫-০ করে হারিয়ে দিল মোহাম্মদ সালেহর লিভারপুল। রবিবার ওল্ড ট্রাফোর্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ম্যানচেস্টার ইউনাইটেডকে সহজে হারিয়ে লিগ টেবিলে দুই নম্বরে উঠে গেল ইয়ন ক্লপের লিভারপুল। প্রিমিয়ার লিগের ইতিহাসে এই প্রথম ম্যানচেস্টার ইউনাইটেড প্রথমার্ধে ৪-০ গোলে পিছিয়ে ছিল কোনো দলের বিরুদ্ধে।
ম্যাচের প্রথমার্ধে মাত্র ১৩ মিনিটের মধ্যে ২-০ পিছিয়ে যায় ম্যানইউ নাভি কাইটা ও দিওগো জাটার গোলে রেড ডেভিলরা। একপেশে এই ম্যাচে লিভারপুলের বিরুদ্ধে ক্রিস্টিয়ানো রোনাল্ডো, পল পোগবা, লুকশাহ দর্শকের ভূমিকা পালন করেছিল। প্রথমার্ধ শেষ হওয়ার কিছু আগে মোহাম্মদ সালাহ তৃতীয় ও পরমুহুর্তেই চতুর্থ গোলটি করেন।
⚽⚽⚽⚽⚽
Highlights from our sensational 5-0 victory at the home of Manchester United are now available on LFCTV GO 📺
— Liverpool FC (@LFC) October 24, 2021
এই বছর আফ্রিকার প্লেয়ার অফ দ্যা ইয়ার মোহাম্মদ সালেহ বারোটি ম্যাচের ১৫ টি গোল করেন। ইংলিশ প্রিমিয়ার লিগের গোল তালিকায় শীর্ষে রয়েছেন। দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচের ৫০মিনিটের মাথায় হ্যাটট্রিক পূর্ণ করেন মোহাম্মদ সালেহ। মাচের ৬০ মিনিটের মাথায় পল পগবা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠের বাইরে চলে গেলে ম্যানচেস্টার ইউনাইটেড আরো রক্ষণাত্মক হয়ে পড়ে এবং সম্পূর্ণ ম্যাচের নিয়ন্ত্রণ সালেহ, কাইটা ও জাটা যার হাতে চলে যায়। এদিন একবারে ছন্দে ছিলেন না ক্রিস্টিয়ানো রোনাল্ডো।
আরও পড়ুনঃ কোহলিদের ১০ উইকেটে হারিয়ে ইতিহাস বদলে ইতিহাসে বাবর আজমরা
প্রথমার্ধ শেষ হওয়ার কয়েক মিনিট আগে রেফারি বদন্নতায় রেড কার্ড থেকে রেহাই পান। লিভারপুল ৫-০ গোলে জিতে যায়। ম্যাচের সেরা মোহম্মদ সালেহ। আজকের ম্যাচ জিতে প্রিমিয়ার লিগে দুই নম্বরে উঠে এল লিভারপুল। লিভারপুলের নয় ম্যাচে সংগ্রহ ২০ পয়েন্টস।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584