কবীর হোসেন, স্পোর্টস ডেস্কঃ
চ্যাম্পিয়নস লিগ অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে পরের রাউন্ড এর যোগ্যতা অর্জন করল মোহাম্মদ সালাহের লিভারপুল।
বুধবার গ্রুপ বি তে লিভারপুল তার ঘরের মাঠ অনফিল্ড স্টেডিয়ামে আটলান্টিকো মাদ্রিদ এক রোমাঞ্চকর ম্যাচ ২-০গোলে হারিয়ে দেয় । প্রথমদিকে দুই দল আগ্রাসী ভূমিকা পালন করে যদিও বল পজিশনে লিভারপুল অনেক এগিয়েছিল। কড়া ট্যাকল থেকে স্লেজিং কিছুই বাদ ছিল না এই ম্যাচে । কিন্তু শেষ পর্যন্ত ম্যাচের ১৩মিনিটের মাথায় আলেকজান্ডারের নিকট থেকে হেডে গোল করে লিভারপুলকে এগিয়ে দেয় দিওগো জোটা ।
আরও পড়ুনঃ আফগানিস্তানের বিপক্ষে দারুণ এক জয়ে বিশ্বকাপে টিকে থাকার ক্ষীণ আশা জাগিয়ে রাখল টীম ইন্ডিয়া
ম্যাচের ২১ মিনিটের মাথায় ট্রেন্ট থ্রো পাস থেকে সেনেগালের স্টার ফুটবলার সাদিও মানে গোল করতে ভুল করেননি এবং লিভারপুলকে ২-০ এগিয়ে দেন ।গোল খাওয়ার পর আটলেতিকো মাদ্রিদ ম্যাচে ফেরার চেষ্টা করলেও সফল হয়নি ।খেলায় ৩৬ মিনিটে কর্নার থেকে লিভারপুলে প্রতি আক্রমনের সময়ই সেনগেলের স্টার সাদিও মানে কে ফাউল করে খানিকটা বিতর্কিত হবে আটলেটিকো ডিফেন্ডার ফেলিপে কে রেড কার্ড দেখিয়ে মাঠের বাইরে বের করে দেয়। ১০ জন নেমে গিয়ে ও গোল শোধের জন্য মরিয়া চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি। এই ম্যাচ জেতার ফলে গ্রুপ তালিকায় শীর্ষে পরবর্তী রাউন্ডে চলে গেল লিভারপুল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584