নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বিধানসভা পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ কাঁথি এলাকার মধ্যেই রয়েছে কাঁথি মহকুমা হাসপাতাল।
আর সেই হাসপাতালই আজ বঞ্চনার শিকার। হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন দূরদূরান্ত থেকে ডাক্তার দেখাতে আসে কয়েক’শ রোগী ও তাঁর পরিবারের লোকজন।
গুরুত্বপূর্ণ এই মহকুমা হাসপাতালের ওপর নির্ভর করে থাকে পূর্ব মেদিনীপুর জেলার বেশ কয়েকটি বিধানসভা এলাকার মানুষ। গুরুত্বপূর্ণ এই হাসপাতালের বহির্বিভাগ আজও অবহেলিত। লোডশেডিং হলেই অন্ধকারে ডুবে যায় বহির্বিভাগের অধিকাংশ বিভাগ।
এক্স-রে, প্যাথলজি থেকে শুরু করে ডিসপেনসারির মতো গুরুত্বপূর্ণ বিভাগগুলিতে রীতিমতো কাজের ব্যাঘাত ঘটে। মহকুমা হাসপাতাল হলেও এখানে নেই কোনো জেনারেটরের ব্যবস্থা।
লোডশেডিং হলেই নানা বাধা-বিপত্তির সম্মুখীন হতে হয় হাসপাতালের বহির্বিভাগের কর্মরত টেকনিশিয়ানদের। এত বড় হাসপাতালে কাজ চলে মোমবাতি জ্বালিয়ে। মোমবাতির আলোয় কর্মরত ফার্মাসিস্টরা ঠিকমতো দেখতে পায়না চিকিৎসকের করা প্রেসক্রিপশন।
বিষয়টি জেলার স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পার্থপ্রতিম দাস জানতে পেরে তিনি তড়িঘড়ি স্বাস্থ্য দফতরের উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সুষ্ঠু সমাধানের চেষ্টা করবে বলে আশ্বাস দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584