বিদ্যুৎহীন মেদিনীপুর মেডিকেল কলেজের ডিজিটাল এক্স-রে সেন্টার, সমস্যায় রোগীর পরিবার

0
82

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

load sheeding | newsfront.co
নিজস্ব চিত্র

মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে যেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা আসেন সুস্থ হতে, কিন্তু সেই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডিজিটাল এক্স-রে সেন্টার দুপুর থেকে রয়েছে বন্ধ। কারণ নাকি বিদ্যুৎ নেই। যদিও হাসপাতালে অন্যান্য বিল্ডিংয়ে বিদ্যুৎ রয়েছে। কেউ এসেছেন এক্স-রে করাতে কেউবা এক্স-রে রিপোর্ট নিতে।

আরও পড়ুনঃ এনকাউন্টারে নিহত হিজবুল মুজাহিদিন প্রধান সাইফুল্লাহ

medical college | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ রাজনীতি করছেন রাজ্যপাল, দাবি গৌতমের

কিন্তু হাসপাতালের এক্স-রে বিভাগে বিদ্যুৎ বিভ্রাট থাকায় কারোরই কোনো কাজ হচ্ছেনা, সমস্যায় পড়েছেন সাধারণ রোগী ও তার বাড়ির আত্মীয়রা। প্রায় দুপুর দুটো থেকে সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত দাঁড়িয়ে থেকেও এক্স-রে না হওয়ায় ক্ষোভ দেখা দেয় সাধারণ রোগী ও তার আত্মীয়দের মধ্যে।

অভিযোগ, শুধুমাত্র চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য যারা দূর-দূরান্ত থেকে আসছেন হাসপাতালে, সেখানে এক্স-রে এর মত একটি বিভাগ দুপুর থেকে বন্ধ থাকায় সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। যদিও এর কোনো সদুত্তর নেই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। এমনকি হাসপাতাল কর্তৃপক্ষ জানেনা ডিজিটাল এক্স-রে সেন্টার কেন বিদ্যুৎহীন অবস্থায় পড়ে রয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here