শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
সংবাদ মাধ্যমের খবরের জেরে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের ঘাসিপুর এলাকার অনাথ শিশুর পাশে দাঁড়ালো মহকুমা প্রশাসন।জানা যায়, মা মারা যাবার কিছুদিনের মধ্যেই পিতা ও নিরুদ্দেশ হয়ে যায়। তাই দুবেলা দুমুঠো খাবারের আশায় প্রতিবেশীদের সাহায্যের দিকেই চেয়ে থাকতে হয় তাদের।
শুধু তাই নয় লকডাউনের জেরে গত কদিন ধরেই অনাহারে দিন কাটাচ্ছিল ঘাসিপুর এলাকার সুরজমুনি, পানমুনি ও প্রসেনজিৎ মার্ডি। আর এই পরিস্থিতিতে সরকারি সাহায্যের দাবি জানিয়েছিল প্রতিবেশীরা। আর এই ঘটনার কথা সংবাদ মাধ্যমে সম্প্রচার হতেই শুক্রবার তিন শিশুর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন প্রশাসনিক আধিকারিকরা।
আরও পড়ুনঃ করোনা যুদ্ধে সামিল হয়ে কোয়ারেন্টাইনে রোগী পৌঁছাচ্ছেন মহিলা চালক সেলিনা
এছাড়াও খবর পাওয়া মাত্রই শিশুদের উদ্দেশ্যে পথে নামলেন মহকুমা শাসক মানবেন্দ্র দেবনাথ, মহকুমা পুলিশ আধিকারিক দ্বীপ কুমার দাস ও ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মন্ডল। এমনকি এদিন শিশুদের খাদ্য সামগ্রী তুলে দেন এলাকার সমাজসেবী সরফরাজ আলী এবং বলরাম সরকার।
তবে প্রশাসনিক আধিকারিকরা এই শিশুদের হাতে খাদ্য দ্রব্য সহ সামান্য অর্থ এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন। এর পাশাপাশি পরবর্তীতে সব রকম সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার বিষয়েও শিশুদের আশ্বস্ত করেন তাঁরা।তবে দীর্ঘদিন ধরে অনাহারে থাকার পর এদিনের এই আহার পেয়ে যথেষ্ট খুশি মার্ডি পরিবারের তিন ক্ষুদে সদস্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584