শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
করোনার লকডাউনের বিধি মেনে রমজান মাসে দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের সংখ্যালঘু সমাজকে বাড়িতে বসে ধর্মাচরণ পালনের জন্য আবেদন জানাল জেলা প্রশাসন।
আজ বিকেলে বালুরঘাট শহরের বালুছায়া প্রেক্ষাগৃহে জেলা প্রশাসনের পক্ষ থেকে বালুরঘাট সাবডিভিশনের চারটি ব্লক হিলি, তপন, কুমারগঞ্জ ও বালুরঘাট ব্লকের বিভিন্ন মসজিদের ইমামদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে ওই উপস্থিত থাকা ইমামদের হাতে রাজ্য ওয়াকফ বোর্ড থেকে জারি করা এক নির্দেশিকার কপি সব ইমামদের হাতে প্রশাসনের পক্ষ থেকে তুলে দেওয়া হয়।
আরও পড়ুনঃ মালদহের আদিবাসী মহিলাকে সাহায্য স্থানীয় ক্লাবের
পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে কোভিড-১৯ সংক্রমণ থেকে নিজেকে ও তাদের সমাজের লোকজনকে সতর্ক রাখতে সোশ্যাল ডিসটেন্স মেনে বাড়িতে রমজান পালন করবার জন্য প্রশাসনের পক্ষ থেকে আবেদন জানানো হয়। আজকের এই সভায় জেলা প্রশাসনের তরফ থেকে উপস্থিত ছিলেন বালুরঘাটের মহকুমা শাসক ও জেলা পুলিশের ডি এস পি (সদর)।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584