শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
করোনা ও বিধ্বংসী আমপান ঝড়ে বিপুল অর্থিক ক্ষতি হয়েছে কৃষকরা। তাই অর্থনৈতিক বাধা কাটিয়ে রাজ্যের কৃষকরা যাতে আমন ধান চাষের মরসুমে উন্নত মানের ধানের চাষ করতে পারেন সে বিষয়ে উদ্যোগী হয়েছে কৃষি দফতর।
রাজ্যজুড়ে কৃষকদের মধ্যে উন্নত মানের ধানের বীজ বন্টন করছে রাজ্য সরকার। সেই মতই আজ দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লক কৃষি দফতরের উদ্যোগে প্রায় ৩০০ জন কৃষকের মধ্যে বিলি করা হল উন্নত মানের ধানের বীজ। দক্ষিণ দিনাজপুর জেলার কৃষকরা যাতে অর্থনৈতিক বাধা কাটিয়ে আবার উন্নতমানের ধান চাষ করে লাভের মুখ দেখতে পারে, সেই উদ্দেশ্যেই এই উদ্যোগ বলে জানা গেছে।
আরও পড়ুনঃ করোনাকে জয় করে সফল অস্ত্রপ্রচার বৃদ্ধার
পাশাপাশি আজ দক্ষিণ দিনাজপুর জেলা কৃষি দফতরে গিয়ে দেখা গেল, সমস্ত কৃষকদের থার্মাল স্ক্যানিং করে কৃষি দফতরের ভেতরে প্রবেশ করানো হচ্ছে সংক্রমণ ঠেকাতে। রাজ্যের কৃষকদের উন্নতির লক্ষ্যে কৃষি দফতরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে জেলার কৃষকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584