নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
লকডাউনের জেরে সংকটময় পরিস্থিতির মধ্যে পড়েছে প্রত্যন্ত গ্রামের বেশ কয়েকটি শিল্পীদের পরিবার। তার মধ্যে রয়েছে বাঁকুড়ার বিকনার ডোকরা গ্রামের ডোকরা হস্তজাত কুটির শিল্পীদের পরিবারও। এবার সেই শিল্পীদের পাশে দাঁড়ালেন জেলা সভাধিপতি ও পূর্ত কর্মাধ্যক্ষ ।
উল্লেখ্য বর্তমানে নোভেল করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের জন্য দেশ জুড়ে লকডাউন চলছে । আর এই লকডাউনের ফলে দেশের অর্থনীতির পতন ঘটেছে । আর এই রকম কঠিন পরিস্থিতিতে বেশি সমস্যায় পড়তে হয়েছে মাঝারি শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের ।
এই যেমন বাঁকুড়া জেলার বিকনার ডোকরা গ্রামের ডোকরা হস্তজাত কুটির শিল্প। বাঁকুড়ার এই শিল্পের বিশ্ব জোড়া খ্যাতির কথা সকলেরই জানা। কিন্তু লকডাউনের মতো কঠিন পরিস্থিতিতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এই শিল্পের সঙ্গে যুক্ত গ্রামের আশিটি পরিবার ।
আরও পড়ুনঃ হোয়াটসঅ্যাপেই মিলবে ওষুধ, ঘোষণা জেলা সভাধিপতির
কিন্তু বর্তমান পরিস্থিতির জেরে কাজ হারা তাঁরা। লকডাউনের ফলে বাইরে থেকে তাঁরা কোন কাঁচামাল আমদানি করতে পারছেন না, তার ওপর পর্যটকরা না আসাতে পারায় বিক্রি নেই উৎপাদিত দ্রব্যের । ফলে সংসার চালাতে দারুন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে শিল্পের সঙ্গে যুক্ত পরিবারগুলিকে।
তাই অবশেষে এবার তাঁদের পাশে এসে দাঁড়ালেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু ও জেলা পূর্ত কর্মাধ্যক্ষ শিবাজী বন্দ্যোপাধ্যায় । এদিন তাঁরা গ্রামে গিয়ে আশিটি পরিবারকে খাদ্য সামগ্রী বাবদ চাল ডাল সবজি সহ নিত্য প্রয়োজনীয় জিনিশ প্রদান করলেন ।
সভাধিপতি ও কর্মাধ্যক্ষের এই সহযোগিতা পেয়ে অত্যন্ত খুশি শিল্পের সঙ্গে যুক্ত পরিবারগুলো । যদিও এ বিষয়ে আলো কর্মকার গোপাল কর্মকাররা বলেন , এ রকম কঠিন পরিস্থিতিতে কাজ বন্ধ হওয়ার ফলে, হাতে পয়সা নেই। ফলে খাবারের জন্য কিছুই কিনতে পারছি না । আমরা আজকে এই সাহায্য পেয়ে অত্যন্ত খুশি।
পাশাপাশি জেলা পূর্ত কর্মাধ্যক্ষ শিবাজী বন্দ্যোপাধ্যায় ও জেলা সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু বলেন, রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী তাদের পাশে সব সময় থেকে সাহায্য করছেন। কিন্তু তারপরেও তাঁদের কিছু চাহিদা ছিল, সেগুলো আমরা আজ পূরণ করলাম এবং আগামী দিনেও আমরা তাঁদের পাশে আছি বলেও তিনি আশ্বাস দেন ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584