নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুরের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ আসছিল, রেশন দোকান থেকে যে আটা সরকারি ভাবে বিনামূল্যে দেওয়া হচ্ছে তা জলে গুললে প্লাস্টিক জাতীয় দ্রব্য বের হচ্ছে। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হচ্ছে দিনের পর দিন। এই অভিযোগ পাওয়ার পরই নড়েচড়ে বসল জেলা প্রশাসন।
পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের খাদ্য কর্মধ্যাক সিরাজ খান আজ শান্তিপুর গ্রামের পূর্ব পাড়াতে গৃহবধূ দিপালী মাইতির বাড়িতে যান। সিরাজকে রেশন দোকানের মাধ্যমে পাওয়া আটার প্যাকেটটি দেন দিপালী। ‘মনোকামনা ফুড প্রসেসিং প্রাইভেট লিমিটেড কোম্পানির’ সিল করা প্যাকেট আটা থেকে আটা বের করে জলে ফেলে দেখান ওই গৃহবধূ। দেখা যায়, ছাকনি দিয়ে ছাকতে বেরিয়ে এলো প্লাস্টিক জাতীয় দ্রব্য। সিরাজ ওই গৃহবধূর কাছ থেকে আটার প্যাকেটের নমুনা সংগ্রহ করেন। সোজা চলে যান মেছেদার ওই রেশন দোকানে।
আরও পড়ুনঃ ব্যবসায় ক্ষতি, ঋণ মকুবের দাবি স্বনির্ভর গোষ্ঠীর
সেখান থেকে কোলাঘাট ব্লকের ফুড ইন্সপেক্টর বিমল মণ্ডলকে সঙ্গে নিয়ে সোজা চলে যান বরদাবার মনোকামনা ফুড প্রসেসিং প্রাইভেট কোম্পানির আটা কারখানায়। সেখান থেকেও নমুনা সংগ্রহ করেন। এরপর সিরাজ তমলুক থানার চাঠরা থেকে ডিস্ট্রিবিউটরের কাছ থেকেও নমুনা সংগ্রহ করে। তিনি ল্যাবরেটরিতে পরীক্ষা করার জন্য পাঠাবে বলে জানান।
তিনি আরো জানান, এই করোনা পরিস্থিতি কেন্দ্র ও রাজ্য সরকার মিলে বিনা পয়সায় রেশন দিচ্ছেন। কিন্তু কিছু অসাধু ব্যাবসায়ী খারাপ রেশন দ্রব্য দিয়ে সরকারকে বদনাম করার চেষ্টা করছে। এই নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করার জন্য ল্যাবরেটরি পাঠানো হবে যদি পরীক্ষাতে ভুল কিছু পাওয়া যায় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে ওই আটা কারখানার তরফ সৈকত সিট বলেন, ‘আটাতে ওটা প্লাস্টিক না। ওটা গ্লুটিং আটা তে দেওয়া আছে, যাতে আটা ভালো থাকে। এটা শুধু আটা নয় ময়দাতেও পাওয়া যাবে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584