পিয়ালী দাস, বীরভূমঃ
এক নাবালিকার বিয়ে রদ করল জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। পাইকর থানার অন্তর্গত হরিশপুর গ্রামে এক নাবালিকা বিবাহ বন্ধ করল জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের আইনি সহায়ক কৌশিক পাল জানান, ‘জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদক দেবজ্যোতি মুখোপাধ্যায়ের নির্দেশে পাইকর থানার পুলিশি সহায়তায় ঘটনাস্থলে গিয়ে এক নাবালিকার বিবাহ রদ করা হয়।’
নাবালিকার বাবা নেকিবুল শেখ জানান, ‘আমার মেয়ে কোন স্কুলে পাঠরত ছিল না। তবে জন্ম তারিখ অনুযায়ী তাঁর বয়স ১৭। অভাবের কারণে আমি মেয়ে নাজিরা খাতুনকে তাড়াতাড়ি পাত্রস্থ করছিলাম। তবে প্রশাসন আমাকে সুপরামর্শ দেওয়ার পর আমি মেয়ের বিয়ে স্থগিত করেছি। এই মর্মে একটি লিখিত প্রতিশ্রুতি দিয়েছি।’
পাশাপাশি এদিন ভুয়ো মুসলিম ম্যারেজ রেজিস্ট্রারের প্রকোপ আটকাতে সভা করা হয় আইনি পরিষদের উদ্যেগে। লকডাউন পরিস্থিতিতে মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার পরিচয় দিয়ে অনেক ভুয়ো মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার নব দম্পতির বিয়ে দিচ্ছেন যা আইন স্বীকৃত নয়। এই বার্তা মানুষের কাছে তুলে দিতে রামপুরহাটের এক বেসরকারি অনুষ্ঠান ভবনে জেলার বৈধ মুসলিম ম্যারেজ রেজিস্ট্রাররা একটি সভার আয়োজন করেন।
আরও পড়ুনঃ করোনা এক্সপ্রেস বলিনি, ভুল ব্যাখ্যা হয়েছে দাবী মুখ্যমন্ত্রীর
লকডাউনের জেরে জেলার সব মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার হাজির হতে পারেন নি। তবে সেখানে রামপুরহাট মহকুমার সব মুসলিম ম্যারেজ রেজিস্ট্রাররাই হাজির ছিলেন। যাঁদের মধ্যে উপস্থিত ছিলেন মাড়্গ্রাম থানার কাজি গোলাম মুরসেলিন, পাইকর থানার এম এম আর মহঃ আল্লারেখা মিঞা, নলহাটি থানার আব্দুল খাবির, মুরারই পার্ট-১ এম এম আর রেজাউল করিম, মুরারই পার্ট-২ এম এম আর আব্দুর রহমান প্রমুখ।
এম এম আর মহঃ আল্লারেখা মিঞা বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে মানুষ বিভ্রান্ত হয়ে পড়েছেন। সেই সুযোগে বিভিন্ন গ্রামে লোকজন নিজেদের ম্যারেজ রেজিস্ট্রার পরিচয় দিয়ে অবৈধভাবে বিবাহ ও তালাক রেজিস্ট্রি করে চলেছেন। সেগুলি প্রশাসন ও জনগণের গোচরে আনার জন্যেই সভার আয়োজন। সরকার নিয়োজিত রেজিস্ট্রারের নাম জেলা রেজিস্ট্রারের কাছে নিবন্ধিত আছে। এছাড়াও সরকারী নির্দেশ মোতাবেক বিবাহযোগ্য নারী পুরুষের বয়সসীমা যথাক্রমে আঠারো ও একুশ হতে হবে। এই মুহূর্তে বিয়ে হলে আইন মেনে সামাজিক দূরত্ব বজায় রেখেই করতে হবে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584