নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
বুধবার সন্ধ্যায় দিল্লিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় স্থানীয় এক বিজেপি নেতা জিতু চৌধুরীর। বুধবার সন্ধ্যা ৮টার কিছু পরে দিল্লির ময়ূরবিহার এলাকায় ঐ নেতার নিজের বাড়ির সামনেই ঘটেছে ঘটনাটি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জিতুকে মৃত বলে ঘোষণা করেন।
দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, ময়ূর বিহারের সি-ওয়ানে একটি জটলা দেখে পুলিশের টহলদারী ভ্যান সেখানে দাঁড়িয়ে যায়। টহলদারীতে থাকা পুলিশ কর্মীরা দেখেন এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন। পুলিশ জানতে পারে, ওই ব্যক্তির নাম জিতেন্দ্র ওরফে জিতু চৌধুরী। ঐএলাকায় বিজেপি নেতা হিসেবেই পরিচিত জিতু চৌধুরী। এরপর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুনঃ আর্থিক সংকটে জেরবার শ্রীলঙ্কায় প্রতিবাদী মিছিলে গুলি চালালো পুলিশ ; মৃত ১ আহত বহু
ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি ফাঁকা কার্তুজ উদ্ধার করে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলে পুলিশ, একই সঙ্গে এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে পুলিশ।শুরু হয়েছে তদন্ত, আততায়ীর খোঁজ চলছে। ঐ স্থানীয় বিজেপি নেতাকে রাজনৈতিক কারণে হত্যা করা হয়েছে না কি ব্যক্তিগত কোন শত্রুতার জেরে খুন করা হয়েছে, তদন্তে সব কিছুই খতিয়ে দেখছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584