পণ সংক্রান্ত আই.পি.সি. 498A ধারার অপব্যবহারের বিরুদ্ধে সুপ্রিমকোর্টের নতুন নির্দেশনা

0
405

ওয়েবডেস্ক, নিউজফ্রন্ট:

দাম্পত্য কলহের জেরে বহু মহিলাই আইপিসি ৪৯৮A -এর অপব‍্যাবহার করে। ফলে দেখা যায়, অনেক সময়ই এই ধারায় অভিযুক্ত হয়ে আটক হতে হয় স্বামী সহ মহিলার শ্বশুরবাড়ির লোকজনকে।তাই অভিযোগের সত্যতা যাচিয়ে দেখা না পর্যন্ত এ ধরনের মামলায় আর কাওকে গ্রেফতার করতে নিষেধ করেছে বিচারপতি এ কে গোয়েল ও বিচারপতি ইউ ইউ ললিতের বেঞ্চ।
গোটা বিষয়ে নির্দোষের মানবাধিকার রক্ষা যাতে হয় , সে বিষয়ে সচেষ্ট হতেই এই পদক্ষেপ বলে সংবাদ সূত্রে জানা গেছে।
শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, অপরাধী কিনা আগে খতিয়ে দেখতে হবে। এ জন্য প্রতিটি রাজ্যের প্রত্যেক জেলায় গঠন করতে হবে ফ্যামিলি ওয়েলফেয়ার কমিটি। তাদের কাজ হবে, অভিযোগকারিণীর বক্তব্যের সত্যতা যাচাই করে দেখা। এরাই সত‍্যটা যাচাই করে ম‍্যাজিষ্ট্রেটেট বা পুলিশকে রিপোর্ট দেবে। তারপর রিপোর্ট দেখে পুলিশ ব্যবস্থা নেবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here