চন্দ্রকোনা রোড এলাকাকে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করলো এলাকার ব্যবসায়ীরা

0
61

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড এলাকায় করোনায় আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। প্রায় কুড়ি জন করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছে এবং ইতিমধ্যে একজন করোনা আক্রান্তে মারা গিয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে।

lockdown | newsfront.co
নিজস্ব চিত্র

যার ফলে চন্দ্রকোনা রোড এলাকায় করোনা আতঙ্ক ভয়াবহ আকার ধারণ করেছে। তাই চন্দ্রকোনা রোড এলাকার সর্বস্তরের ব্যবসায়ী এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা, ক্লাব সমন্বয় কমিটির প্রতিনিধিরা গত বুধবার এক বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেয় যে আগামী সাতদিন সম্পূর্ণ চন্দ্রকোনা রোড এলাকার দোকানপাট, হাট-বাজার সবকিছুই বন্ধ থাকবে। কেবলমাত্র জরুরি পরিষেবার জন্য ওষুধের দোকান খোলা রাখা হবে।

আরও পড়ুনঃ একই সময়ে রায়গঞ্জ শহরের দুই এলাকায় ছিনতাই, তদন্তে পুলিশ

তাই বৈঠকের পর ওই এলাকায় মাইকিং করে প্রচার করে আগামী সাতদিন লকডাউন সম্পন্ন করার জন্য ঘোষণা করা হয়। গড়বেতা তিন নং পঞ্চায়েত সমিতির সভাপতি আকাশদীপ সিনহা বলেন প্রতিটি এলাকায় যেখানে কন্টেইনমেন্ট জোন রয়েছে সেখানে প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেওয়া হবে এবং তিনি সর্বস্তরের মানুষকে করোনা নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য আবেদন জানিয়েছেন। তবে যেভাবে চন্দ্রকোনা রোড এলাকায় করোনা সংক্রমণে আক্রান্ত হওয়ার সংখ্যা যত বাড়ছে তাতে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে স্বাস্থ্য দফতরের কপালে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here