পূর্ব বর্ধমানে তৃণমূল ছেড়ে বিজেপি’র দিকে দিকে স্থানীয় নেতা কর্মী

0
76

শ্যামল রায়,বর্ধমানঃ
ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন শেষ হতে না হতেই পূর্ব বর্ধমান জেলায় তৃণমূল কংগ্রেসে ভাঙনের আশঙ্কা। রবিবার এক বিশেষ সূত্রে জানা গিয়েছে যে পূর্ব বর্ধমান জেলায় এই মুহূর্তে ৫০ জন তৃণমূলের পূর্বতন পদাধিকার ব্যক্তি বিজেপিতে যোগদান করবেন ‌।
তৃণমূলের পূর্বতন কয়েকজন পদাধিকারী ব্যাক্তি রবিবার প্রকাশ্যে জানালেন যে তৃণমূল কংগ্রেসে দলের মধ্যে কোনরকম নিয়ম-শৃঙ্খলা যেমন নেই তেমনি সম্মানের কোন বালাই নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরনো কর্মীদের যেমন সম্মানের কথা জানিয়েছিলেন নিচুস্তরের জেলার নেতাদের কাছে তেমনি প্রার্থীর ব্যাপারেও জানিয়েছিলেন যারা নির্বাচিত সদস্য রয়েছেন তারা যেন দ্বিতীয়বারের জন্য প্রার্থী হতে পারেন কিন্তু তা করেনি জেলার নেতারা। তাই তৃণমূল কংগ্রেসের মধ্যে থাকা তাদের পক্ষে কখনোই সম্ভব নয়। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দানের অপেক্ষায় সেই সমস্ত নেতারা দিন গুনছেন।
এই মুহূর্তে জেলার তৃণমূল দল ছাড়ার তালিকায় অনেকেই রয়েছেন।
ইতিমধ্যে দল ছেড়ে দিয়ে বিজেপিতে যোগদান করবেন শুধুমাত্র সময়ের অপেক্ষা।
বহুদিনের তৃণমূল নেতা জেলা পরিষদের প্রাক্তন জনসাস্থ পরিবেশ দপ্তরের কর্মদক্ষ গোলাম জার্জিস দল ছাড়ছেন। তিনি আক্ষেপ করে জানিয়েছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছিল পুরনো কর্মীদের সম্মানের পাশাপাশি জয়ী প্রার্থীদের পুনরায় টিকিট দেওয়া জেলার কোন নেতাই মুখ্যমন্ত্রীর কথাকে কর্ণপাত করেনি। জেলার পদাধিকার নেতারা নিজেদের স্বার্থ রক্ষা করা ছাড়া কোনরকম দলের জন্য ভালো কিছু পদক্ষেপ গ্রহণ করেনি বলেও জানিয়ে দিয়েছেন তিনি। তাই দল ছাড়ছেন। বিজেপিতে যোগদান করছেন।
রবিবার জেলা পরিষদের প্রাক্তন কর্মদক্ষ গোলাম জারজিশ জানিয়ে দিয়েছেন যে তিনি যেমন দল ছাড়ছেন তার সাথে জেলার নেই নেই করে ৫০ জন পদাধিকারী ব্যক্তি দল ছাড়ছেন।
গোলাম জার্জিস জানিয়েছেন যে আউসগ্রাম ১ নম্বর ব্লকের রুবি ধীবর, অশোক মালাকার, জেলা পরিষদের প্রাক্তন সদস্য শম্পা মিস্ত্রি, মেমরির বিমল সোরেন, বর্ধমান ১ ব্লকের বাঁশরী দেশরা, বড়শুল অঞ্চলের প্রাক্তন প্রধান ছবি দাস, আরেক উপ-প্রধান গৌরাঙ্গ লাল রায়  , জেলার তপশিলি জাতি উপজাতি শাখার চেয়ারম্যান শংকর মল্লিক, রাজ্য তৃণমূল কর্মচারী ফেডারেশনের শ্যামাপ্রসাদ রায় এরকম একাধিক জেলার নেতারা তৃণমূল ছাড়ছেন।
এছাড়াও আরও গোলাম জার্জিস জানিয়েছেন যে আউসগ্রাম ১ নম্বর ব্লকের রুবি ধীবর, অশোক মালাকার, জেলা পরিষদের প্রাক্তন সদস্য শম্পা মিস্ত্রি, মেমরির বিমল সোরেন, বর্ধমান ১ ব্লকের বাঁশরী দেশরা, বড়শুল অঞ্চলের প্রাক্তন প্রধান ছবি দাস, আরেক উপ-প্রধান গৌরাঙ্গ লাল রায়  , জেলার তপশিলি জাতি উপজাতি শাখার চেয়ারম্যান শংকর মল্লিক, রাজ্য তৃণমূল কর্মচারী ফেডারেশনের শ্যামাপ্রসাদ রায় এরকম একাধিক জেলার নেতারা তৃণমূল ছাড়ছেন।
এছাড়াও আরও অভিযোগ যে এবারের পঞ্চায়েত নির্বাচন ঘিরে নির্বাচনের নামে যে রকম প্রহসনে পরিণত হয়েছে অনেক নেতাকর্মী মনেপ্রাণে এই ধরনের সন্ত্রাস মেনে নিতে পারেনি।
তৃণমূল নেতাদের দল ছাড়ার বিষয়ে তৃণমূলের কয়েকজন নেতা জানিয়েছেন যে আমাদের কাছে এই ধরনের কোন খবর নেই যদি কেউ দলে থেকে দলের বিরুদ্ধে অন্যায় কাজ করে বেড়ান তাদের দলে না থাকাই ভালো। ওইসব বিনামূল্যে তারা জানিয়েছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশ দলে থেকে দলের বিরুদ্ধে আচরণ দল কোনমতেই বরদাস্ত করবে না। কেউ যদি দল ছেড়ে চলে যান সেক্ষেত্রে কিছু বলার নেই।

ফিচার ছবি সংগৃহীত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here