সুদীপ পাল,বর্ধমানঃ
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৯২ শতাংশ নম্বর তবু লড়াই যেন বেড়েই চলেছে গলসির বাসিন্দা অপর্ণা নন্দীর। লড়াই অভাব আর প্রতিবন্ধকতার সাথে। সেই লড়াইয়ে এবার তার পাশে দাঁড়ালেন গলসি ২নং ব্লকের বিদায়ী পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুজিত সাম। চরম দারিদ্র্য অপর্ণাকে থামিয়ে দিতে পারেনি বরং তার জেদকে আরও সুদৃঢ় করে তুলেছে। তার কথায়, এমন হয়েছে না খেয়েই স্কুলে গেছি। খাব কি ভাত কখনও জুটেছে একবেলা। সুজিতবাবু অপর্ণার হাতে তুলে দিলেন পাঁচ হাজার টাকা।
কয়েকদিন আগে অপর্ণার নার্সিং ট্রেনিং এর জন্য তিনি আবেদন করেছেন বলে জানান। সুজিতবাবুর এই উদ্যোগে এলাকাবাসী খুশি। তাঁদের বক্তব্য, গলসির গ্রামগুলিতে প্রতিভা রয়েছে কিন্তু উপযুক্ত পরিকাঠামো এবং সুযোগের অভাবে তা নষ্ট হয়। এক্ষেত্রে তা হতে দেননি সুজিতবাবু। এর আগেও বিদ্যালয় স্থাপনের জন্য জমিদান সংশ্লিষ্ট বিষয়ে তিনি যুক্ত ছিলেন। গলসির প্রত্যন্ত গ্রামগুলিতে সুজিতবাবুর সাহায্যের হাত প্রসারিত হোক চাইছেন এলাকাবাসী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584