নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
ফের টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। লাগাতার বর্ষণে বিপর্যস্ত আলিপুরদুয়ার জেলার বিভিন্ন অঞ্চলও ৷ টানা বৃষ্টির ফলে জেলার বিভিন্ন নদীতে জল বাড়তে শুরু করছে । জানা গেছে, রাতভর টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
এদিকে, গতকাল রাত থেকে ডুয়ার্সের বিভিন্ন এলাকায় চলছে অনবরত বৃষ্টি, বুধবারও সকাল থেকে ডুয়ার্সের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে । আর এই বৃষ্টির ফলে ডুয়ার্সের কালচিনি ,হাসিমারা, দলসিংপাড়া, মাদারিহাট, ফালাকাটা সহ বিভিন্ন এলাকার রাস্তা- ঘাট প্রায় জনমানব শূন্য ।
এদিকে বাজারে বিক্রেতারা দোকান খুলে বসে আছে, ক্রেতার দেখা নেই । হঠাৎ করে এলাকার চিত্রটাই যেন পাল্টে গিয়েছে। একদিকে করোনার ভ্রুকুটি, অন্যদিকে লাগাতার বৃষ্টি। সব মিলিয়ে নাকাল জেলাবাসী।
আরও পড়ুনঃ পূর্ব মেদিনীপুর জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসের গেটে বিক্ষোভ প্যারা টিচারদের
বৃষ্টিতে সাময়িক ক্ষতি হলেও করোনার আক্রমণ নিয়েই বেশী চিন্তিত জেলাবাসী ৷ সবাই চাইছে তাড়াতাড়ি করোনামুক্ত হোক এই পৃথিবী ৷ স্বাভাবিক জন-জীবনে ফেরার জন্য অপেক্ষায় রয়েছে সকলেই ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584