পিয়ালী দাস, বীরভূমঃ
এলাকার কলেজে কোয়ারেন্টাইন সেন্টার করতে দেওয়া হবে না। এই দাবিতে বাঁশ, লাঠি, বড় বড় পাথর দিয়ে রাস্তা অবরোধ করল স্থানীয় বাসিন্দারা। অবরোধ তুলতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে সিউড়ি থানার পুলিশ অবশেষে পরিস্থিতি কড়া হাতে নিয়ন্ত্রণ করে পুলিশ। ভেঙে ফেলা হয় সমস্ত ব্যারিকেড। ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি থানা ১৪ নম্বর ওয়ার্ডের বারুইপাড়া এলাকায়।
ভিন রাজ্য থেকে আসা শ্রমিকদের কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত নেওয়া সিউড়ী মহাবিদ্যালয় কলেজে। এই খবর প্রচার হওয়ার পরে এলাকার লোকজন ক্ষোভে ফেটে পড়ে এবং পাড়ার ভেতরে ওই কলেজে ভিন রাজ্য থেকে আসা শ্রমিকদেরকে রাখা যাবে না এই দাবি তুলতে শুরু করে।
আরও পড়ুনঃ মদ্যপ যুবককে গঙ্গায় ছুঁড়ে ফেলার অভিযোগ বাবা-ভাইয়ের বিরুদ্ধে
রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যায় সিউড়ি থানার পুলিশ। প্রথমে স্থানীয় বাসিন্দাদের বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা করে পুলিশ। কিন্তু বারবার অনুরোধ সত্বেও সাধারণ মানুষরা অবরোধ না তোলায় বাধ্য হয়ে জোর করে অবরোধ তুলে দেয়। অবরোধকারীদের ছোড়া ইঁটে একজন পুলিশ কর্মী আহত হয়। পরে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584