নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
ত্রানের দাবিতে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় কাউন্সিলরের বাড়িতে বিক্ষোভ দেখাল বাসিন্দারা। শনিবার সন্ধ্যায় পুর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পৌরসভার ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পঞ্চানন ভূঁইয়ার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, সরকারের বরাদ্দ ত্রাণ সামগ্রী না পেয়েই এই বিক্ষোভ।
যদিও হলদিয়া পৌর প্রশাসনের দাবি, ভুল বুঝিয়ে এই মানুষদের পাঠানো হয়েছিল কাউন্সিলরের বাড়িতে। তবে আলোচনার পরেই বিক্ষোভকারীরা নিজেদের ভুল বুঝে চলে যায়। বিজেপির তরফ থেকে অবশ্য তৃণমূলকে আক্রমণ করা হয়েছে। তবে ২২ নং ওয়ার্ডের কাউন্সিলরের সাথে যোগাযোগ করা যায়নি।
আরও পড়ুনঃ লকডাউনে লুডো খেলতে গিয়ে রাস্তায় কান ধরে উঠবোস যুবকদের
বাসিন্দাদের অভিযোগ, কাউন্সিলর রাজ্য সরকারের নির্দেশ অমান্য করে এলাকার গরিব মানুষদের ত্রাণ দিচ্ছেন না। ফলে গরিব মানুষেরা খেতে পাচ্ছেনা। ঘটনাটিকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। হলদিয়া পৌরসভার পৌর প্রধান শ্যামল আদক জানিয়েছেন, ভুল বোঝাবুঝি থেকে কিছু মানুষ কাউন্সিলরের বাড়িতে জড়ো হয়েছিল। পরিকল্পিত ভাবেই এই বিক্ষোভ করা হয়েছে।
চেয়ারম্যানের দাবি, রেশন দোকান থেকে বাসিন্দারা বরাদ্দ অনুযায়ী খাদ্য সামগ্রী পাচ্ছেন। তাঁরা রেশন চাইতে কাউন্সিলারের বাড়িতে জড়ো হন। কিন্তু রেশন তো আর কাউন্সিলরের বিলি করার ক্ষমতা নেই। এটা বোঝানোর পরেই তাঁরা সেখান থেকে চলে যান। এর সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই বলে তার দাবি। অপরদিকে বিজেপির নেতা প্রদীপ বিজলীর দাবি, সারা রাজ্য জুড়ে তৃণমুলের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। এটাই তৃণমূলদের স্বভাব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584