লকডাউনের খাদ্যের দাবিতে অভিনব বিক্ষোভ রায়দিঘিতে

0
23

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ

লকডাউনের জেরে স্তব্ধ জনজীবন। আর এই স্তব্ধতার জেরেই কাজ হারিয়েছেন রাজ্যের অনেক দুঃস্থ পরিবার। ফলে সারা বছর যেটুকু সঞ্চয় করে রেখেছিলেন, আর এই লকডাউনের কবলে পরে সেটুকুও শেষ হয়ে গিয়েছে তাঁদের। তাই জীবন অতিবাহিত করতে খাবারের দাবিতে অভিনব প্রতিবাদে নামলো রায়দিঘির দিঘিরপাড় বকুল তলার বাসিন্দারা।

protest | newsfront.co
খাদ্যের দাবিতে বিক্ষোভ। নিজস্ব চিত্র

এদিন দুপুর থেকেই থালা, ঘটি, বাটি হাতে নিয়ে বকুলতলায় রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়রা।
এর পাশাপাশি বিক্ষোভকারীরা এক পর্যায়ে রাস্তার উপর কাঠের গুড়ি ফেলে বন্ধ করে দেয় চাপলা রোড। শেষ পর্যন্ত ঘটনা স্থলে রায়দিঘি থানার পুলিশ এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

আরও পড়ুনঃ শিলিগুড়িতে সাংবাদিক নিগ্রহের ঘটনায় গ্রেফতার এক, বাকিদের খোঁজে তল্লাশি পুলিশের

local protest | newsfront.co
বিক্ষোভ স্থানীয়দের। নিজস্ব চিত্র

অপরদিকে গুঞ্জিরপুর এফপি (FP) স্কুলেও সকাল থেকে বিক্ষোভ চলতে থাকে। যদিও সেখানে মিড ডে মিল বাবদ যে চাল এবং আলু দেওয়া হয়। সেই আলুগুলো পচা হওয়ার কারণে বিক্ষোভ অভিভাবকদের। এরপর ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here